সিলেট বিমানবন্দরে অগ্নিনির্বাপন মহড়ার ভিডিও, কক্সবাজারে মার্কিন সামরিক বিমানে আগুনের নয়

  • প্রকাশিত 25 সেপ্টেম্বর 2025, 11:44
  • আপডেট করা হয়েছে 25 সেপ্টেম্বর 2025, 11:52
  • 1 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: Eyamin SAJID, এএফপি বাংলাদেশ
সিলেট বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা মহড়ার কয়েক মাস আগের ফুটেজকে সেপ্টেম্বর মাসে যৌথ সামরিক প্রশিক্ষণের সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে আগুন লাগার দৃশ্য হিসেবে বিভ্রান্তিকর ভাবে ছড়ানো হয়েছে। তবে বাংলাদেশে সম্প্রতি এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে কোন আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া যায়নি। 

১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক ভিডিওর ক্যাপশনে বলা হয়, “কক্সবাজারে মার্কিন সামরিক বিমানে ভয়াবহ আগুন।”

ভিডিওতে একটি বিমানবন্দরে একটি বিমান আগুনে পুড়ে যাওয়ার সময় লোকজনকে র্যাম্পে দৌড়াতে দেখা যায়। 

পোস্টের ক্যাপশনে ২০২৪ সালের আগস্ট মাসে স্বৈরাচারী শেখ হাসিনার ১৫ বছরের দুঃশাসনের অবসানের পর থেকে দেশ পরিচালনাকারী  অন্তর্বর্তী সরকারের নেতা নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের সমালোচনা করা হয়(আর্কাইভ লিংক).

অন্তর্বর্তী সরকার ‘বিদেশী পৃষ্ঠপোষকদের’ তুষ্ট করছেন এবং তার ‘অবৈধ ক্ষমতা’ সুসংহত করছেন বলে হাসিনার দল আওয়ামী লীগের পক্ষ থেকে তোলা অভিযোগের সাথে তাল মিলিয়ে ক্যাপশনে আরও বলা হয়, “সুদী ইউনুছ আমেরিকার কাছে দেশ বিক্রি করেছে”(আর্কাইভ লিংক)।

Image
লাল ক্রস চিহ্নসহ ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নেয়া অসত্য ফেসবুক পোস্টের স্ক্রিনশট

বন্দর নগরী চট্টগ্রামে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া চলাকালীন একই ধরনের পোস্ট অন্যত্র ফেসবুকে ছড়ানো হয়(আর্কাইভ লিংক)।

কিন্তু মহড়ার সময় কিংবা কক্সবাজারের নিকটবর্তী স্থানে আমেরিকান বিমানে আগুন লেগেছে বলে আনুষ্ঠানিক কোনও খবর পাওয়া যায়নি।

অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে বাংলা নিউজ চ্যানেল সিলেট টিভির ভেরিফাইড ইউটিউবে ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায় (আর্কাইভ লিংক)।

সিলেট টিভির প্রতিবেদনের প্রথম ৩৪ সেকেন্ডের সাথে অসত্যভাবে ছড়ানো ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে বলা হয়, “রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, তারপর আ'গুন; সিলেটে বিমানবন্দরে ডামি বিমানে অগ্নিনিরাপত্তা মহড়া।”

Image
অসত্যভাবে ছড়ানো ভিডিও (বামে) এবং সিলেট টিভির প্রতিবেদনের (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

ভিডিওটি ২৬ ফেব্রুয়ারি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণ করা হয়েছিল বলে সিলেট টিভির মালিক এবং সম্পাদক সাদিকুর রহমান সাকি এএফপিকে নিশ্চিত করেছেন। 

২৩ সেপ্টেম্বর তিনি বলেন, “এটি একটি অগ্নিনির্বাপন মহড়া ছিল।”

অগ্নিনির্বাপন মহড়া নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের একটি প্রতিবেদনে দগ্ধ বিমানটি একটি ডামি যাত্রীবাহী বিমান ছিল বলে উল্লেখ করা হয় (আর্কাইভ লিংক).

এএফপি এর আগেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ঘিরে ছড়ানো অন্যান্য অপতথ্য খণ্ডন করেছে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ