সংশোধন

আমাদের কোন প্রতিবেদনে তথ্যগত ভুল করে থাকলে আমরা তা সংশোধন করি এবং প্রতিবেদনের নীচে একটি নোট যুক্ত করি যেখানে উল্লেখ থাকে কী এবং কখন সংশোধন করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশিত সব সংশোধনের তালিকা নীচে দেয়া হয়েছে।

যদি কোন বড় ধরনের ভুল হয়ে থাকে তাহলে আমরা প্রতিবেদন সরিয়ে দেই এবং সেই ভুলের বিষয়ে এবং কী পরিস্থিতিতে সেটি ঘটেছিল তার একটি ব্যাখ্যা প্রদান করি। মূল প্রতিবেদনের মতো করে আমাদের সোশাল মিডিয়া চ্যানেলগুলোতেও একই ধরনের সংশোধন প্রকাশ করি যাতে বেশি সংখ্যক পাঠকের কাছে আমাদের ব্যাখ্যাটি পৌঁছাতে পারে।

এডিট বা সংশোধন করা সম্ভব নয় এমন কোন ফরমেটে –যেমনটি হয়ে থাকে কিছু বিশেষ ধরনের সোশাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে– ভুল হয়ে থাকলে আমরা ভুল পোস্টটি ডিলিট করে একই চ্যানেলে আলাদাভাবে সংশোধনী প্রকাশ করি।

এছাড়া আমরা কোন প্রকাশিত প্রতিবেদনে নতুন তথ্য বা ব্যাখ্যা যোগ করলে নীচে একটি নোট যুক্ত করি।

আপনি যদি মনে করে আমাদের কোন প্রতিবেদনে কোন ধরনের ভুল সংঘটিত হয়েছে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পাতার মাধ্যমে প্রমাণ সহকারে বিস্তারিত জানান কী ভুল হয়েছে এবং কেন সেটি ভুল। সংশোধনের অনুরোধগুলো ফ্যাক্ট-চেকাররা তাদের আঞ্চলিক সম্পাদকদের সাথে পরামর্শক্রমে অনুসন্ধান করবেন। যেসব অনুরোধ অদ্ভুত, ভিত্তিহীন, অবমাননাকর, হুমকি সম্বলিত বা সমন্বিত স্প্যাম বলে বিবেচিত হবে আমাদের পক্ষ থেকে সেগুলোর জবাব দেয়ার প্রয়োজনবোধ করি না।

আপনি যদি মনে করেন আমরা ইউরোপিয়ান ফ্যাক্ট-চেকিং স্ট্যান্ডার্ডস নেটওয়ার্ক (ইএফসিএসএন) বা আইএফসিএন এর কোড অব প্রিন্সিপলস লঙ্ঘন করেছি তাহলে আপনি এই লিংকের মাধ্যমে যথাযথভাবে আপনার অভিযোগ জানাতে পারেন।

নীচে আমাদের সংশোধনগুলোর একটি তালিকা দেয়া হল: