এআই দিয়ে তৈরি গণকবরের ভিডিওকে অসত্যভাবে আফগানিস্তানের ভূমিকম্পের সাথে যুক্ত করে প্রচার

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে ২,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। কিন্তু মরদেহ বহনের দীর্ঘ সারির অনলাইনে ছড়ানো ভিডিওটিতে দৃশ্যগত কিছু ত্রুটি রয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইঙ্গিত দেয়। একই ক্লিপটি ৩১ আগস্ট ২০২৫ তারিখের ভূমিকম্পের কয়েক সপ্তাহ আগে অনলাইনে ছড়ানো হয়েছিল এবং পাকিস্তানের আকস্মিক বন্যার সাথে অসত্যভাবে সম্পৃক্ত করা হয়েছিল।  

 ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক রিলের ক্যাপশনে বলা হয়, “আফগানিস্তানের কুনার প্রদেশ! ভয়াবহ ভূমিকম্পে নিহতদের লাশের বহর।”

পোস্টে যুক্ত একটি ক্লিপে লোকজনকে সারিবদ্ধ গাছের মাঝের একটি রাস্তা দিয়ে সাদা কাফনে মোড়ানো মৃতদেহের লম্বা মিছিল নিয়ে যেতে দেখা যায়।  

Image
লাল ক্রস চিহ্নসহ ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

কয়েক দশকের মধ্যে সবচেয়ে  ভয়াবহ ভূমিকম্পে পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্ব পার্বত্য অঞ্চল প্রকম্পিত হওয়ার পর একই ধরনের পোস্টে ভিডিওটি ফেসবুকে এবং ইন্সটাগ্রামে ছড়ানো হয়। ভূমিকম্পে কমপক্ষে ২,২০৫ জন নিহত এবং ৩,৬৪০ জনেরও বেশি আহত হয় (আর্কাইভ লিংক)। 

কিন্তু ক্লিপটি আসল নয় এবং একটি বিশ্লেষণে কিছু দৃশ্যমান অসঙ্গতি পাওয়া যায়, যা ইঙ্গিত দেয় যে ভিডিওটি এআই দিয়ে তৈরি।

কাফনে মোড়ানো কিছু মৃতদেহকে কেবল একজন বা দুজন লোককে অনায়াসে বহন করতে দেখা যায়। আবার কিছু মৃতদেহকে মনে হচ্ছে যেন কিছু বিচ্ছিন্ন হাত তুলে নিয়ে যাচ্ছে। 

এছাড়া জানাজায় অংশগ্রহণকারী কিছু মানুষকে রাস্তার পাশ দিয়ে গাছ বহন করে নিয়ে যেতে দেখা যায় অথবা পিছনের দিকে হাঁটতে দেখা যায়।  

আফগানিস্তানের ভূমিকম্পের পর এএফপি সাংবাদিকদের তোলা জানাজার ছবির সাথে অনলাইনে ছড়ানো দৃশ্যের মিল নেই। 

Image
এএফপি কর্তৃক হাইলাইট করা দৃশ্যগত ত্রুটিসহ ভিডিওটির স্ক্রিনশট

কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে একই ভিডিওটি টিকটকে পাওয়া যায়, যা ভূমিকম্পের দুই সপ্তাহ আগে ১৮ আগস্ট ২০২৫ তারিখে “এআই দিয়ে তৈরি” উল্লেখ করে পোস্ট করা হয়েছিল।টিকটক ব্যবহারকারী ঘনঘন এআই কন্টেন্ট শেয়ার করেছেন। 

পাকিস্তানের একটি দৃশ্য হিসেবে ভিডিওটিকে অসত্যভাবে ছড়ানো হয়। দেশটিতে জুন মাস থেকে নির্মম বর্ষা মৌসুমে ৮০০ জনেরও বেশি লোক মারা যায়(আর্কাইভ লিংক)। 

Image
অসত্যভাবে ছড়ানো ক্লিপ(বামে) এবংআফগানিস্তানের ভূমিকম্পের কয়েক সপ্তাহ আগে টিকটকে ছড়ানো ভিডিওটির তুলনামূলক স্ক্রিনশট

এএফপি আফগানিস্তানের ভূমিকম্পের সাথে এআই-দিয়ে তৈরি ছবি সংযুক্ত অন্যান্য পোস্ট খণ্ডন করেছে এখানে। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ