যোগাযোগ

আমাদের কাছে পাঠানো সব প্রশ্ন পর্যালোচনা করে উত্তর দেয়ার সর্বোচ্চ চেষ্টা করে থাকে আমাদের টিম। আপনি যদি কোন বিষয়ে ফ্যাক্ট চেক করার অনুরোধ, মন্তব্য অথবা কোন ভুল ধরিয়ে দিতে সম্পাদকদের সাথে যোগাযোগ করতে চান তাহলে নীচে একটি বার্তা প্রদান করুন।

আপনি যদি মনে করেন কোন কন্টেন্ট (ছবি, ভিডিও, নিবন্ধ, সামাজিক মাধ্যমের পোস্ট, রাজনীতিবিদ বা জনব্যক্তিত্বদের বক্তব্য ইত্যাদি) যাচাই করা দরকার তাহলে আমাদের কাছে নিম্নোক্ত ফরমে পাঠাতে পারেন।

মনে রাখবেন, এএফপি ফ্যাক্ট-চেকিং টিম জনআগ্রহ সম্পন্ন বিভিন্ন বিষয়ে শুধুমাত্র ফ্যাক্ট যাচাই করে থাকে, কোন মতামত বা বিশ্বাসের যাচাই করে না। কোন ইস্যুতে শক্তিশালী এবং প্রতিষ্ঠিত প্রমাণের অভাবের কারণে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হয় না। আমরা কিভাবে কোন দাবি অনুসন্ধানের জন্য নির্বাচন করি তা এখানে পড়তে পারেন।

যেসব অনুরোধ অদ্ভুত, ভিত্তিহীন, অবমাননাকর, হুমকি সম্বলিত বা সমন্বিত স্প্যাম বলে বিবেচিত হবে আমাদের পক্ষ থেকে সেগুলোর জবাব দেয়ার প্রয়োজনবোধ করি না।

এই ফরমের মাধ্যমে এএফপিতে কাজ করার কোন অনুরোধ পাঠানো হলে সেটির জবাব দেয়া হবে না।

দয়া করে অন্যান্য বিষয়ে (তথ্য প্রদান করতে, সাবস্ক্রাইব করতে বা কোন ছবি কিনতে) এএফপির মূল ওয়েবসাইটের এই যোগাযোগ ফরমটি ব্যবহার করুন।

অনেক ধন্যবাদ।

এএফপি ফ্যাক্ট-চেকিং টিম