সড়কে বিশৃঙ্খলার ঘটনাকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সবিচের ওপর হামলার বিভ্রান্তিকর দাবিতে প্রচার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসানের পর থেকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে বাংলাদেশ। তার উৎখাতের পর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম নির্বাচনী প্রচারণাও সহিংসতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে সেটিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিবের ওপর হামলার দৃশ্য বলে দাবি করা হয়েছে। কিন্তু অনলাইনে ছড়ানো ভিডিওটি উপ-প্রেস সচিবের ওপর হামলার নয়। সড়কে বিশৃঙ্খলার দাবিতে ক্লিপটি এর আগে সামাজিক মাধ্যমের পোস্টে ছড়িয়েছে। এছাড়া দাবিটি “পুরোপুরি অসত্য” বলে এএফপিকে নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব। 

১৭ নভেম্বর ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “খেলা কিন্তু শুরু হয়ে গেছে, ইউনুস এর উপ প্রেস সচিব দিয়ে শুরু হয়েছে।”

পোস্টে যুক্ত একটি ভিডিওতে এক ব্যক্তিকে একটি প্রাইভেট কারের চালক ও যাত্রীর সাথে কথা কাটাকাটি করতে এবং এক পর্যায়ে হাতাহাতি করতে দেখা যায়। 

Image
এএফপির যোগ করা ক্রস চিহ্নসহ ১০ ডিসেম্বর  ২০২৫ তারিখে নেয়া অসত্য ফেসবুক পোস্টের স্ক্রিনশট

নভেম্বর মাসের প্রথমার্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যে একই ধরনের ফেসবুক পোস্টে ভিডিওটি ছড়ানো হয় (আর্কাইভ লিংক)। 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের প্রতিবাদ জানিয়ে ১৩ নভেম্বর দেশব্যাপী "লকডাউন" ডাকে আওয়ালী লীগ। পরে ১৭ নভেম্বর হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় (আর্কাইভ লিংক)। 

তবে অনলাইনে ছড়ানো ভিডিওটি ইউনূসের উপ-প্রেস সচিবের ওপর হামলার নয়। এছাড়া উপ-প্রেস সচিবের ওপর হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রতিবেদনও পাওয়া যায়নি। 

অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে অক্টোবরে একটি ফেসবুক পোস্টে প্রকাশিত একই ধরনের একটি ফুটেজ পাওয়া যায় (আর্কাইভ লিংক)। 

প্রায় চার মিনিট দীর্ঘ ভিডিওটির শুরুতে একটি প্রাইভেট কারের যাত্রাীকে অপর একটি মোটরসাইকেল চালককে মোকাবিলা করার জন্য দরজা খোলার চেষ্টা করতে দেখা যায়। তাদের মুখোমুখি তর্ক বিতর্ক দ্রুত লড়াইয়ে রূপ নেয়। 

ইউনূসের উপ-প্রেস সচিব ওই বিবাদে জড়িত ছিলেন বলে পোস্টে কোন উল্লেখ নেই। 

Image
অসত্য পোস্টে ছড়ানো ভিডিও (বামে) এবং অক্টোবর ২০২৫ তারিখে পোস্ট করা ভিডিওটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

ছড়ানো দাবিটিকে “পুরোপুরি অসত্য” বলে এএফপিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

১৭ নভেম্বর তিনি বলেন, “আমার সাথে কখনও এমন কিছু হয়নি।”

বাংলাদেশের  অস্থিতিশীলতা নিয়ে ছড়ানো অন্যান্য অপতথ্য খণ্ডন করেছে এএফপি।  

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ