
শেখ মুজিবের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধা জানানোর ছবিটি পুরনো
- প্রকাশিত 31 আগস্ট 2025, 13:02
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
১৫ আগস্ট ২০২৫ তারিখের একটি ফেসবুক পোস্টের ছবির ক্যাপশনে বলা হয়, “আজ ১৫ ই আগস্ট পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবিতে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন।”
ছবিতে বন্দ্যোপাধ্যায়কে ফ্রেমে বাঁধানো বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মালা পরিয়ে দিতে দেখা যায়।
প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক রয়েছে (আর্কাইভ লিংক)।
তবে ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে (আর্কাইভ লিংক)। হাসিনার সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল ভারত এবং তার পতনের পরে আন্তঃদেশীয় এই সম্পর্কের অবনতি ঘটে।

১৫ আগস্ট একই ধরণের ফেসবুক পোস্টে ছবিটি মোট ৪০০ বারেরও বেশি শেয়ার করা হয়। ১৯৭৫ সালের এই দিনে এক সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবুরকে হত্যা করা হয়, হাসিনার শাসনামলে দিনটিতে সরকারি ছুটি ছিল (আর্কাইভ লিংক)।
তবে অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী এবং তার একসময়ের শক্তিশালী আওয়ামী লীগ দলের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এই সরকারি ছুটির দিনটি বাতিল করেছে (আর্কাইভ লিংক)।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সময় যেখানে শেখ মুজিবুরের বাসভবন ছিল, এ বছর ১৫ আগস্ট সেখানে নিরাপত্তা জোরদার ছিল এবং আওয়ামী লীগের সমর্থকদের সেখানে দিবসটি উদযাপনে বাধা দেওয়া হয়(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সাবেক বাসভবনটি ধ্বংস হয়ে যায়। কিন্তু এখনও বিশেষ বিশেষ দিনে আওয়ামী লীগের সমর্থকরা সেখানে জড়ো হন।
তবে অনলাইনে প্রচারিত ছবিটি ২০২৫ সালে শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা জানানোর নয়।
গুগলে রিভার্স ইমেজ সার্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে ৫ বছর আগের একই ছবি পাওয়া যায়, যা ১৭ মার্চ ২০২০ সালে প্রকাশিত হয় (আর্কাইভ লিংক)।
পোস্টটির ক্যাপশন থেকে ধারনা করা যায় যে ছবিটি মুজিবের জন্মশতবার্ষিকীর সময়ে ধারণকৃত।
ক্যাপশনে বলা হয়, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আজ বিধানসভায় শ্রদ্ধেয় স্পিকার এবং বিধায়কদের উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম।”

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টুডেও একই দিনে বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি নিয়ে একটি ইউটিউব ভিডিও প্রকাশ করেছে(আর্কাইভ লিংক)।
২০২৫ সালের ২৭ আগস্ট পর্যন্ত মুজিবের মৃত্যুবার্ষিকীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কোনও আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া যায়নি।
এছাড়া, ১৫ আগস্ট ২০২৫ তারিখে মুজিবের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন বলে মমতার অফিসিয়াল ফেসবুক বা এক্স অ্যাকাউন্টে এমন কোনও ছবি পোস্ট করা হয়নি (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
বাংলাদেশের অস্থিতিশীলতাকে কেন্দ্র করে অসত্যভাবে ছড়ানো অন্যান্য অসত্য ও বিভ্রান্তিকর দাবি খণ্ডণ করেছে এএফপি।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ