ভারতের স্পোর্টিং ক্লাবে হেনস্তার ভিডিও, বাংলাদেশে নারীকে মারধরের নয়
- প্রকাশিত 27 আগস্ট 2025, 15:10
- আপডেট করা হয়েছে 27 আগস্ট 2025, 15:18
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Alysha BIBI, এএফপি হংকং, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
সতর্কতা: গ্রাফিক ভিডিও
১৬ জুলাই ২০২৫ তারিখে একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "যাকে মারতেছে ঝুলিয়ে উনি একজন মেয়ে, আর এই ঘটনাটি অন্য কোন দেশে নয়, এটা আমাদের প্রিয় বাংলাদেশ।"
পোস্টে যুক্ত ভিডিওতে কয়েকজন লোককে অপর এক ব্যক্তিকে হাত ও পা ধরে ঝুলিয়ে রাখতে এবং অন্য দুজন লোককে লাঠি দিয়ে ওই ব্যক্তিকে পেটাতে দেখা যায়।
ক্যাপশনের অপর অংশে বলা হয়, "দেখেন যা ভালো মনে করেন। বর্তমানে তো অন্যায়ের প্রতিবাদ করা যায় না, মন খুলে কোন কিছু বলাও যায় না। গ্রেফতার হয়ে যায় সবাই, আমরা আসলে বাকরুদ্ধ জিম্মি আছি, প্রিয় মাতৃভূমি ভালো নাই। বাংলাদেশ ত্যাগ করার পরিকল্পনা আছে।"
কন্টেন্ট সতর্কতা
একই ধরনের দাবিতে ক্লিপটি ফেসবুক ও এক্স-এ ছড়ানো হয়েছে।
এসব পোস্টে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মন্তব্য দেখে মনে হচ্ছে তারা ভিডিওটিকে বাংলাদেশের ঘটনা বলে বিশ্বাস করেছেন।
একজন মন্তব্য করেন, "এদেরকে আইনের আওতায় আনা হোক।"
অন্য একজন লিখেন, "ভাই, এরা কোন দলের?"
তবে ভিডিওটি পুরনো এবং প্রতিবেশী ভারতের একটি ঘটনা।
ভারতের ভিডিও
ক্লিপটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে ভারত ভিত্তিক একজন এক্স ব্যবহারকারীর ২৮ জুলাই ২০২৪ তারিখের একটি পোস্ট পাওয়া যায়। এক্স ব্যবহারকারী পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন অল ইন্ডিয়া ত্রিণমূল কংগ্রেসের (টিএমসি) সাথে জড়িত এক ব্যক্তি ও তার 'দলবলের বিরুদ্ধে একটি মেয়েকে মারধর' করার অভিযোগ করেন।
ঘটনাটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তালতলা স্পোর্টিং ক্লাবে ঘটেছে বলে পোস্টটিতে বলা হয়।
ভিডিওটি অনলাইনে আলোড়ন সৃষ্টি করলে টিএমসির মুখপাত্র রিজু দত্ত পরের দিন এক্স-এ একটি পোস্ট করে বলেন, "এটি ২০২১ সালের একটি পুরনো ভিডিও। অভিযুক্তরা হলেন জয়ন্ত সিং এবং তার সহযোগীরা" (আর্কাইভ লিংক)।
স্থানীয় সংবাদ প্রতিবেদন অনুসারে, টিএমসির সাথে সিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে (আর্কাইভ লিংক)।
অপর একটি কিওয়ার্ড সার্চে দেখা যায় যে, ২০২১ সালের হেনস্তার ঘটনা নিয়ে পুলিশের তদন্ত শুরুর বিষয়ে ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার ২০২৪ সালের জুলাই মাসের একটি প্রতিবেদনে ভিডিওটির একটি স্ক্রিনশট প্রকাশ করেছে (আর্কাইভ লিংক)।
৯ জুলাই ২০২৪ তারিখের একটি এক্স পোস্টে ভিডিওটি ২০২১ সালে ধারণ করা হয়েছিল এবং এ ঘটনায় ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। হেনস্তার শিকার ব্যক্তি কোনও নারী নন, বরং তাকে পুরুষ হিসেবে সনাক্ত করেছে কর্তৃপক্ষ (আর্কাইভ লিংক)।
একজন নারী ও একটি শিশুসহ লোকটিকে ক্লাবে আনা হয়েছিল বলে জানায় পুলিশ। এ সময় তাকে একটি বাড়িতে চুরির সন্দেহে মারধর করা হয়।
তালতলা ফেসবুক পেজে অপর এক সার্চে ক্লাবের অভ্যন্তরের ছবি পাওয়া যায়, যার সাথে অসত্য পোস্টে ছড়ানো ভিডিওর দৃশ্যের মিল দেখা যায় (আর্কাইভ লিংক)।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ