রেলপথের পাশ দিয়ে চলা জ্বলন্ত বলের এই ভিডিওটি সিজিআই নির্মিত

প্রকাশিত 30/03/2023 , 15:36

ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে অসত্যভাবে দাবি করা হচ্ছে এগুলো বড় জলাশয় থেকে পুঞ্জিত গ্যাসীয় পদার্থের বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট আলেয়ার দৃশ্য। মূলত বেলারুশ ভিত্তিক থ্রি ডি আর্টিস্ট আন্দ্রে ত্রুখোনভেতস এএফপিকে জানিয়েছেন যে, তিনি এই ভিডিওটি তৈরি করেছেন এবং ২০১৯ সালের মে মাসে ইউটিউবে পোস্ট করেন।