ভিডিওটি জার্মান ফুটবল লীগের, কাতার বিশ্বকাপের স্টেডিয়ামে আগুনের নয়
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 28 নভেম্বর 2022, 11:13
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Mohammad MAZED, এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ভিডিওটি গত ২৩ নভেম্বর ফেসবুকে এখানে শেয়ার করা হয়।
সাত মিনিটের অধিক দৈর্ঘ্যের ভিডিওটিতে একটি ফুটবল মাঠে আগুনের ধোয়ার কুণ্ডলী তৈরি হওয়ার পর সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছুটে যেতে দেখা যায়।
পোস্টটির বাংলা ক্যাপশনে লেখা রয়েছে, “বিশ্বকাপ খেলার মাঠে ভয়াবহ আগুন ।আগুনের ভয়াবহতা বেড়ে ভয়ংকর আকার ধারণ করেছে । পুরো কাতার জুড়ে রেড এলার্ট জারি।”
ভিডিওটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
রিভার্স ইমেজ সার্চ ও কীওয়ার্ড সার্চে দেখা যায় ভিডিওটি পুরনো এবং ২০২২ বিশ্বকাপ ফুটবলের নয়।
জার্মান ক্লাবের রেলিগেশন
ভিডিওটি ২০১৮ সালের ১৩ মে ইউটিউবে এখানে ফোর এস টিভি নামক জার্মান একটি স্পোর্টস ও বিনোদন চ্যানেল থেকে পোস্ট করা হয়।
এর ক্যাপশনে লেখা রয়েছে, “হামবুর্গ এস ভি - বরুশিয়া মনচেনগ্লাদবাক । বিশৃঙ্খলা ও খেলায় বাঁধা। ১২.০৫.২০১৮।”
ভিডিওটির বর্ণনার একাংশে লেখা রয়েছে: “শীর্ষ লীগ বুন্দেসলীগায় ৫৫ বছরের পর জার্মান ফুটবলের ডাইনোসরের দ্বিতীয় সারির লীগে অবনমন।”
২০১৮ সালে লীগের শেষ ম্যাচে বরুশিয়া মনচেনগ্লাদবাকের সাথে জয়লাভ করার পরও হামবুর্গ তাদের ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলীগা থেকে রেলিগেশন এড়াতে পারেনি।
১৯৬৩ সালে বুন্দেসলীগা শুরু হওয়ার পর ছয়বারের চ্যাম্পিয়ন হামবুর্গ ছিল একমাত্র দল যারা সবকটি মৌসুম খেলেছে এবং এজন্য তারা 'ডাইনোসর' উপাধি পায়।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, টানা ৫৫ মৌসুম শীর্ষ লীগে খেলার পর আকস্মিক এই রেলিগেশনে ক্ষুব্ধ হয়ে হামবুর্গ সমর্থকরা ভকসপার্কস্টাডিয়ন মাঠে আগুনের কুণ্ডলী ছুঁড়ে মারতে থাকেন যার ফলে সাময়িক সময়ের জন্য খেলা বন্ধ ছিল।
নীচে বিভ্রান্তিকর পোস্টের ভিডিও (বামে) ও ২০১৮ সালে প্রকাশিত ভিডিওর (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:
এএফপি'র ফটোগ্রাফার তোলা একই ঘটনার কিছু ছবিও পাওয়া যায় যেখানে বিভ্রান্তিকর পোস্টের ভিডিওর কিছু দৃশ্যের মিল রয়েছে। দেখুন এখানে ও এখানে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ