আম খাওয়ার পর ঠাণ্ডা পানীয় পান মৃত্যুর কারণ হতে পারে মর্মে অসত্য দাবি ফেসবুকে

প্রকাশিত 11/05/2023 , 15:44

ফেসবুকে বেশ কিছু পোস্টে অসত্যভাবে একটি দাবি শেয়ার করা হচ্ছে যে, আম খাওয়ার পর ঠাণ্ডা পানীয় পান করলে তা মৃত্যুর কারণ হতে পারে। পোস্টগুলোতে একইসাথে ভারতের চণ্ডিগড়ে আম খেয়ে ঠাণ্ডা পানীয় পান করায় কয়েকজন পর্যটকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। এএফপি চণ্ডিগড়ে এরকম ঘটনার কোন প্রতিবেদন খুঁজে পায়নি। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা এএফপিকে জানিয়েছেন, আম খাওয়ার পর ঠাণ্ডা পানীয় পান মৃত্যুর কারণ হওয়ার দাবিটি ভিত্তিহীন।