এই শিশুর আযান শোনার ভিডিওটি দুবাইয়ে তোলা, কাতার বিশ্বকাপে নয়
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 13 ডিসেম্বর 2022, 15:52
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৬ নভেম্বর ফেসবুকে ভিডিওটি এখানে শেয়ার করা হয়েছে।
বাংলায় পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে: "আমেরিকার একটি পরিবার. বিশ্বকাপ খেলা দেখতে আসা কাতারে একটা শপিং মলে আসে শুনতেই পাই আযানের শব্দ, তখন এই ছোট মেয়েটি বার বার জিজ্ঞেস করতেছে বাবা মার কাছে, এটা একটি মহান শব্দ , এটা কি সিংহ রাজার কন্ঠস্বর।"
৫৮০০ বারের বেশি ভিউ হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে, একটি মেয়ে শিশু একটি শপিং মলে হাঁটার সময় আযানের ধ্বনি শুনে আগ্রহ নিয়ে ধ্বনির উৎসের দিকে বারবার তাকাচ্ছিল।
কাতার বিশ্বকাপের সময় ধর্মীয় উপাদানযুক্ত বেশ কিছু অপতথ্য অনলাইনে ছড়িয়েছে, যার মধ্যে রয়েছে ফুটবলভক্তদের ইসলামে ধর্মান্তরিত হওয়া, স্টেডিয়ামে নামাজ আদায় এবং আযানের জন্য টুর্নামেন্টের খেলা বন্ধ রাখা ইত্যাদি বিভ্রান্তিকর বিষয়।
মেয়ে শিশুর আযানের ধ্বনির প্রতি আগ্রহী হওয়ার ভিডিওটি শেয়ার করা ফেসবুক পোস্টের নীচে অনেকে মন্তব্য করেছেন "আলহামদুলিল্লাহ"।
একই ফুটেজ ফেসবুকে আরও বিভিন্ন পোস্টে বাংলা এবং আরবিতে শেয়ার করা হয়েছে।
যদিও প্রকৃতপক্ষে ভিডিওটি ২০১২ সালের অক্টোবর মাসে দুবাইয়ের একটি শপিং মলে তোলা হয়েছিল, কাতার বিশ্বকাপের ১০ বছর আগে।
দুবাই মল
গুগলে কীওয়ার্ড এবং রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, একই ভিডিও ইউটিউবে এখানে ২০১২ সালের ২০ অক্টোবর আপলোড করা হয়েছে।
সেখানে ভিডিওর শিরোনাম দেয়া হয়েছে: "প্রথম প্রার্থনার আহ্বান"। এবং বর্ণনায় লেখা হয়েছে: "দুবাই মল-এ আমাদের প্রথম ভ্রমণের দ্রুত ধারণ করা একটি ক্লিপ, এবং (জীবনে) প্রথমবার প্রার্থনার আহ্বান (আযান) শোনা। খুবই সুন্দর।"
ইউটিউবে ভিডিওটির বর্ণনায় আরও বলা হয়েছে: "আমি মুসলিম নই, তবে ইসলাম কত সুন্দর একটি ধর্ম এবং মধ্যপ্রাচ্যের জীবনাচরণ কেমন নিজের সেসব অভিজ্ঞতা আমার আমেরিকান বন্ধুবান্ধব এবং পরিবারের সামনে তুলে ধরতেই থাকবো; এই আশায় যেন, আমেরিকানদের মধ্যে ইসলাম সম্পর্কে যে ভীতি রয়েছে তা বন্ধ হয়।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) এবং ইউটিউবের ভিডিওটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট তুলে ধরা হল:
ভাইরাল হওয়া ফুটেজের দৃশ্যের সাথে দুবাই মল-এর ২০১২ সালের অক্টবোর মাসের কিছু স্থাপনার মিল রয়েছে।
ভিডিওতে ফরাসি জুয়েলারি উৎপাদনকারী প্রতিষ্ঠান ভন ক্লিফ এন্ড অ্যার্পেলস এর একটি প্রদর্শনী স্টল দেখা যায়, যার সাথে একই প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেইজে ২০১২ সালের অক্টোবরে পোস্ট করা ছবিতে দৃশ্যমান স্টল হুবহু মিলে যায়।
২০১২ সালের ১৮ অক্টোবরের ওই ফেসবুক পোস্টে লেখা হয়েছে: "দুবাই মল-এর গ্রান্ড এট্রিয়ামে ভন ক্লিফ এন্ড অ্যার্পেলস আর আয়োজনে 'দ্য পয়েট্রি অব টাইম' প্রদর্শনী যা ২০ অক্টোবর ২০১২ পর্যন্ত চলবে।"
দুবাই মল-এর অফিসিয়াল ফেসবুক পেইজেও প্রদর্শনীর কয়েকটি ছবি ১৪ অক্টোবর ২০১২ তারিখে পোস্ট করা হয় এবং জানানো হয় এটি মল-এর গ্রান্ড এট্রিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
নীচে ভিডিও দৃশ্যের সাথে (বামে) দুবাই মল-এর শেয়ার করা ছবির (ডানে) তুলনামূলক চিত্র তুলে ধরা হল:
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ