
ভিডিওটি ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে রিপোর্ট পড়ার সময় উপস্থাপিকার কান্নার নয়
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 15 ডিসেম্বর 2022, 13:16
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ভিডিওটি গত ১২ ডিসেম্বর ফেসবুকে এখানে শেয়ার করা হয়।
ভিডিওটিতে সিরীয় উচ্চারণের আরবিতে এক উপস্থাপিকাকে সংবাদ পাঠের সময় কান্না করতে দেখা যায়। তার পেছনে স্ক্রিনে মরক্কোর সাথে পরাজয়ে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবল থেকে পর্তুগালের বিদায়ের পর ক্রন্দনরত অবস্থায় স্টেডিয়ামের টানেলের দিকে রোনালদোর হেঁটে যাওয়ার ভিডিও চলতে দেখা যায়।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “ক্রিস্টিয়ানো রোনালদো এ নামটা একটা আবেগের নাম। তাকে নিয়ে রিপোর্ট করতে গিয়ে রিপোর্টারই কেঁদে ফেলল।”

ভিডিওটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে বাংলায় ও এখানে আরবিতে শেয়ার করা হয়।
তবে দাবিটি অসত্য।
মূলত ভিডিওটি এডিট করে বিভ্রান্তিকরভাবে ফুটেজ সংযুক্ত করে ছড়ানো হয়েছে।
এএফপি ভিডিওটির মূল ভার্সন খূঁজে পেয়েছে। মূলত ২০১৯ সালের ২৫ জুলাই দুবাই থেকে পরিচালিত সিরীয় টেলিভিশন চ্যানেল ওরিয়েন্ট টিভির ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এতে উপস্থাপিকা দালিন মাহারাতকে সিরিয়ির উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর বোমা হামলার খবর পাঠ করতে দেখা যায়।
ভিডিওটিতে বোমা বর্ষণকারী একটি হেলিকপ্টার থেকে এক সৈন্যের তোলা একটি ছবি দেখানোর সময় মাহারাত কান্নায় ভেঙ্গে পড়েন। এএফপি অবশ্য ছবিটি সেই সেনা সদস্যের তোলা কি না তা নিশ্চিত হতে পারেনি।
বিভ্রান্তিকর ভিডিওতে মাহারাতের পেছনের স্ক্রিনের এই দৃশ্যকে ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটেজ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ