পুরনো ভিডিওকে 'কাতার বিশ্বকাপে মানুষের ইসলাম গ্রহণের' দৃশ্য বলে প্রচার

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 1 ডিসেম্বর 2022, 17:44
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ভুলভাবে দাবি করা হচ্ছে যে, ভিডিওটিতে চলমান কাতার বিশ্বকাপে যাওয়া ফুটবলভক্তদের ইসলাম গ্রহণের দৃশ্য দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে ভিডিওটি অন্ততপক্ষে ২০১৮ সাল থেকে অনলাইনে রয়েছে। বিগত বছরগুলোতে বিভিন্ন পোস্টে এটিকে কাতারের রাজধানী দোহায় একদল প্রবাসী কর্মীর ধর্মান্তরিত হওয়ার ভিডিও বলে উল্লেখ করা হয়েছে।

৪৫ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে গত ২৭ নভেম্বর পোস্ট করার পর সেটি ৯০০০ বারের বেশি ভিউ হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাস্কেটবল মাঠে জড়ো হওয়া কিছু লোক সাদা তুব পরিহিত এক ব্যক্তির আরবিতে শাহাদা বা ইসলাম গ্রহণের ঘোষণা পাঠ করছেন। পরে ইসলাম গ্রহণের ঘোষণাটি আবার তারা তাগালগ ভাষায় পাঠ করছেন।

তাগালগ ফিলিপাইনের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের মাতৃভাষা।

ফেসবুক পোস্টটিতে ভিডিওর ক্যাপশন বাংলায় লেখা হয়েছে: "কাতারে ফিফা বিশ্বকাপ-২০২২ ফুটবল খেলা দেখতে আসা ১২০ জন অমুসলিম দর্শক ইসলাম ধর্ম গ্রহন করেছেন।"

Image

একই ভিডিও ফেসবুক আরও বিভিন্ন পোস্টে -- যেমন এখানেএখানে-- একইরকম দাবি সহকারে শেয়ার করা হয়েছে। উল্লিখিত পোস্ট দুটিতে ভিডিওটি ১২ লাখের বেশি বার দেখা হয়েছে।

এই ফুটেজ অন্যান্য ভাষায়ও --যেমন ইংরেজি, আরবিউর্দুতে-- ফেসবুকে পোস্ট করা হয়েছে যেখানে চলমান বিশ্বকাপে ৫০০ জন মানুষ ইসলামে ধর্মান্তরিত হওয়া দাবি যুক্ত করা হয়েছে।

বিগত ১২ বছর ধরে মাঠের বাইরের নানান বিতর্কের মধ্যে গত ২০ নভেম্বর ২০২২ তারিখে কাতারে শুরু হওয়া ফিফা বিশ্বকাপ শুরু হয়।

তবে ভিডিওটিকে কাতার বিশ্বকাপে ফুটবলভক্তদের ধর্মান্তরের দৃশ্য বলে যে দাবি করা হচ্ছে তা অসত্য।

পুরনো ফুটেজ

গুগলে কীওয়ার্ড ও রিভার্স ইমেজক সার্চ করে ফুটেজটিকে ২০২২ সালে কাতার বিশ্বকাপের কয়েক বছর আগে থেকে অনলাইনে পাওয়া গেছে।

২০১৮ সালের ১১ মার্চ ভিডিওটি ইউটিউবে এখানে আপলোড করা হয়।

আরবিতে ভিডিওটির শিরোনাম করা হয়েছে: "কাতারের দোহার আল শাহানিয়ায় চ্যালেঞ্জার কোম্পানিতে এখন ৬০ ফিলিপিনো ইসলাম গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) এবং ২০১৮ সালের ১১ মার্চ ইউটিউবে আপলোড করা ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

একই রকমের ফুটেজ ২০১৮ এর ১০ মার্চ টুইটারেফেসবুকে আপলোড করা হয়। আরেকটি ভার্সন ১১ মার্চ ২০১৮-তে ইউটিউবে এখানে আপলোড করা হয়।

গুগলে কীওয়ার্ড সার্চ করে 'চ্যালেঞ্জার টিএন্ডসি কাতার' নামে একটি ইউটিউব চ্যানেল পাওয়া গেছে। সেখানে ২০১৯ সালে আপলোড করা একটি ভিডিওতে কাতারে প্রবাসী কর্মীদের ব্যবহৃত একটি জায়গা দেখা যায়।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে সেটিতে দৃশ্যমান ভবনগুলো এবং একটি বাস্কেটবল কোর্টের সাথে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিওর কয়েকটি অংশ মিলে যায়।

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) এবং 'চ্যালেঞ্জার টিএন্ডসি কাতার' নামক ইউটিউব চ্যানেলটিতে পাওয়া ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ