আর্জেন্টাইন ব্যাংকনোটে মেসির প্রতিকৃতি ছাপানোর খবরটি সত্য নয়

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 2 জানুয়ারি 2023, 10:17
  • আপডেট করা হয়েছে 2 জানুয়ারি 2023, 12:03
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ফেসবুকে শত শত পোস্টে দাবি করা হচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার জয়ের পর আর্জেন্টিনা সরকার দেশটির ব্যাংকনোটে দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসির প্রতিকৃতি ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র দাবিটি অসত্য বলে জানিয়েছেন এবং এএফপিকে বলেছেন যে, মেসির প্রতিকৃতি সম্বলিত ব্যাংকনোট ছাপানোর কোন পরিকল্পনাও তাদের নেই। তাছাড়া ফেসবুকে ছড়ানো ব্যাংকনোটের ছবির সাথে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেয়া এক হাজার টাকার নোটের কোন মিল নেই।

গত ২২ ডিসেম্বর ফেসবুকে শেয়ার করা এই পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, "বিশ্বকাপটা স্মৃতি হয়ে থাকবে সকল আর্জেন্টাইনদের কাছে -"-আর্জেন্টিনা প্রথম অফিসিয়াল মুদ্রা জারি!"

"আর্জেন্টিনা বিশ্বকাপ জেতাকে কেন্দ্র করে লিওনেল মেসির ছবি খচিত ১০০০ পেসোর স্মারক নোট বাজারে ছেড়েছে। যেখানে লিওনেল মেসির সাক্ষর থাকবে।"

Image
( Mohammad MAZED)

পোস্টটির সাথে ১০০০ আর্জেন্টাইন পেসোর একটি নোটের কাল্পনিক ছবি সংযুক্ত আছে যাতে লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলের ছবি রয়েছে।

তবে আর্জেন্টিনা ফুটবল দলের ছবিটি ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের নয়, বরং একইবছর জুনে ফিনালিসিমায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে হারানোর পর জয় উদযাপনের।

দোহায় অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনা ফ্রান্সকে হারানোর আগে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি অতিরিক্ত সময়েও ৩-৩ গোলে ড্র থাকে। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ম্যাচটিতে দুটি গোল করেন।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরপরই বিভিন্ন দেশে ফেসবুকে মুদ্রা ছাপানোর দাবিটি ছড়িয়ে পড়ে।

বাংলার পাশাপাশি ইংরেজি, কোরিয়ানবার্মিজ ভাষায়ও দাবিটি ছড়ায়।

ফেসবুক পোস্টগুলোর প্রেক্ষাপটে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক বিসিআরএ'র সিনিয়র কমিউনিকেশন ম্যানেজার ফারনান্দো অ্যালোনসো ২২ ডিসেম্বর এএফপিকে বলেন, ব্যাংকনোটে মেসির প্রতিকৃতি সংযুক্ত করার কোন পরিকল্পনা তাদের নেই।

তাছাড়া বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে ছড়ানো আর্জেন্টিনার ১০০০ পেসোর ব্যাংকনোটের সাথে বিসিআর'র ওয়েবসাইটে থাকা ব্যাংকনোটের কোন মিল নেই।

বর্তমান ১০০০ পেসোর নোটে আর্জেন্টিনার জাতীয় পাখি রুফস হর্নোরোর প্রতিকৃতি রয়েছে। দেখুন এখানে

২০২২ সালের মে মাসে আর্জেন্টিনা দেশটির ইতিহাসের বীরদের প্রতিকৃতি সম্বলিত ব্যাংকনোটের ঘোষণা দেয়। এই ঘোষণা অনুযায়ী ১০০০ পেসোর ব্যাংকনোটে স্প্যানিশ-আমেরিকান স্বাধীনতার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হোস দি স্যান মার্টিনের প্রতিকৃতি রয়েছে।

নীচে বিসিআএ'র ওয়েবসাইটে দেওয়া আর্জেন্টাইন ব্যাংকনোটের স্ক্রিনশট দেওয়া হলো:

Image
Image

বিসিআরএ অন্যান্য সময়ের মতো ২০২২ বিশ্বকাপকে কেন্দ্র করেও সীমিত পরিসরে স্মারক মুদ্রা বের করেছে। তবে সেখানে লিওনেল মেসির কোন প্রতিকৃতি নেই।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ