ভিডিওটি ২০১৯ সালে সৌদির একটি ফুটবল টুর্নামেন্টের, কাতার বিশ্বকাপের নয়
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 10 জানুয়ারি 2023, 09:20
- আপডেট করা হয়েছে 10 জানুয়ারি 2023, 09:22
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ভিডিওটি গত ২২ নভেম্বর ফেসবুকে এখানে শেয়ার করা হয়।
পোস্টটির বাংলা ক্যাপশনে লেখা রয়েছে, “কালেমা এর পতাকা উড়ালো কাতার বিশ্বকাপ স্টেডিয়ামে।”
কালেমা হলো ইসলামের মৌলিক বিশ্বাসের ঘোষণা যা সৌদি আরবের পতাকায় দেখা যায়।
গত ২০ নভেম্বর থেকে মধ্যপ্রাচ্যের আরব দেশ কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর অনলাইনে এই ভিডিওসহ দাবিটি ছড়ানো হয়।
একই দাবি সহকারে ভিডিওটি ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
দাবিটি অসত্য।
২০১৯ সালের সৌদি টুর্নামেন্ট
রিভার্স ইমেজ ও কীওয়ার্ড সার্চে একইরকম দৃশ্যের একটি দীর্ঘতর ভিডিও পাওয়া যায় যা ২০১৯ সালের ২ মে সৌদি স্পোর্টস প্ল্যাটফর্ম দাউরি প্লাস থেকে টুইটারে পোস্ট করা হয়।
আরবি টুইটটিতে লেখা রয়েছে, “উড়ন্ত মানুষ গ্রেট শোডাউনের উদ্বোধন করলেন। #আল তাউন_আল ইত্তিহাদ #দুই মসজিদের খাদেম #দাউরি_প্লাস।”
হ্যাশট্যাগে দুই মসজিদের খাদেম কাপ তথা কিংস কাপের কথা বোঝানো হচ্ছে যেখানে ২০১৯ সালের ২ মে ফাইনালে আল তাউন ক্লাব আল ইত্তিহাদকে পরাজিত করে।
২০১৯ সালের ২ মে'র আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, “টুর্নামেন্টটির ফাইনালে বাদশাহ সালমান উপস্থিত ছিলেন এবং কিংস কাপ জয়ী আল তাউন ক্লাবের হাতে ট্রফি তুলে দেন।”
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আবুধাবি স্পোর্টস এর ইউটিউবে প্রকাশিত এই ভিডিওর ৩ মিনিট ৩১ সেকেন্ড থেকেও একইরকম দৃশ্য দেখা যায়।
নীচে বিভ্রান্তিকর পোস্টের ভিডিও (বামে) ও ডাউরি প্লাসের ভিডিওর (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ