
ভিডিও গেইমের দৃশ্যকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফুটেজ বলে সামাজিক মাধ্যমে প্রচার
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 26 এপ্রিল 2022, 13:45
- আপডেট করা হয়েছে 26 এপ্রিল 2022, 13:54
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এরকম একটি ভিডিও গত ১৭ ফেব্রুয়ারি ফেসবুকে এখানে পোস্ট করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে: "রাশিয়ান বিমান হামলার পরে|ধ্বংস করে দিল_হায়! এ কোন সংকেত।"
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া কর্তৃক আক্রমণ শুরুর এক সপ্তাহ আগেই ভিডিওটি পোস্ট করা হয়। বর্তমানে রুশ-ইউক্রেন যুদ্ধ দুই মাসেরও বেশি সময় ধরে চলছে। এতে ৫ মিলিয়নের বেশি ইউক্রেনবাসী দেশত্যাগ করেছেন।
এরকম আরও ভিডিওকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য বলে ফেসবুকে এখানে ও এখানে পোস্ট করা হয়েছে।
কিন্তু ভিডিওটি অসত্য তথ্য সহকারে পোস্ট করা হয়েছে।
রিভার্স ইমেজ ও কীওয়ার্ড সার্চ করে ভিডিওটিCompared Comparison নামে একটি ভিডিও গেইমের ফুটেজ আপলোড করা ইউটিউব চ্যানেলে পাওয়া গেছে।
নীচে ফেসবুক পোস্টে ছড়ানো বিভ্রান্তিকর ভিডিও (বামে) এবং ইউটিউব চ্যানেল পাওয়া ভিডিও গেইমের (ডানে) ফুটেজের তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

এই ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারীও নিশ্চিত করেছেন যে, তার চ্যানেলের ভিডিওগুলো কম্পিউটার-জেনারেটেড ফুটেজ।
'ওই ভিডিও ক্লিপটি আরমা ৩ ব্যবহার করে আমিই বানিয়েছি। দু:খজনকভাবে অনেকে সেটিকে বাস্তবিক যুদ্ধের ফুটেজ হিসেবে আপলোড করেছেন', বলেন তিনি।
আরমা ৩- এর নির্মাতা প্রতিষ্ঠান বোহেমিয়া ইন্টারেক্টিভ এএফপি'কে নিশ্চিত করেছে যে, তাদের গেইম সিমুলেশন থেকে কয়েক ঘণ্টার ফুটেজ নিয়ে সেগুলোকে সত্যিকারের ঘটনা বলে ছড়ানো হয়েছে।
বাংলাদেশে ভাইরাল ভিডিওসহ আরেকটি ভিডিওর ব্যাপারে বোহেমিয়ান ইন্টারেক্টিভ এর প্রতিনিধি পাভেল ক্রিজকা বলেছেন, "আমি নিশ্চিত করছি দুটি ভিডিওই আরমা গেইম থেকে নিয়ে ইউক্রেন সংঘাতের ফুটেজ হিসেবে ছড়ানো হয়েছে।'
এ বিষয়ে গত ২৫ ফেব্রুয়ারি একটি টুইট করে সামাজিক মাধ্যমের সাধারণ ব্যবহারকারীদের সতর্ক করেছে কোম্পানিটি। টুইটে বলা হয়েছে তারা এ ধরনের 'ভিডিওর ফ্যাক্ট চেক করতে' সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ রাখছে।
Dear Arma Community!
— Arma 3 (@Arma3official) February 25, 2022
Beware that lately quite a few videos from heavily modded Arma games surfaced tagged as videos depicting the current Ukrainian conflict.
We are in touch with the media helping to fact-check such videos.
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ