ছবিতে অস্ট্রেলিয়ান চিড়িখানায় থাকা একটি গ্যালাপাগোস কচ্ছপকে দেখা যাচ্ছে
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 1 মে 2022, 07:05
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৬ এপ্রিল ফেসবুকে এখানে ছবিটি শেয়ার করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে: "পৃথিবীর সবচেয়ে বয়স্ক প্রাণী জোনাথন কচ্ছপ। খোদার সৃষ্টির সাথে কোনো কিছু তুলনা হয় না। জোনাথান দ্যা টরটয়েস!"
ছবিটি একই রকম দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে পোস্ট করা হয়েছে।
বৃটিশ দ্বীপ সেন্ট হেলেনায় থাকা জোনাথন কচ্ছপকে বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলজ প্রাণী বলে দাবি করা হয়। ২০১৯ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, সেসময় কচ্ছপটির বয়স ১৮৭ বছর ছিল, যা বর্তমানে ১৯০ বছরে পরিণত হয়েছে।
২০১৭ সালে এএফপি জোনাথনের উপর একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে।
তবে ফেসবুক পোস্টে শেয়ার করা ছবিটিতে বিশ্বের অন্য প্রান্তে থাকা ভিন্ন একটি কচ্ছপকে দেখা যাচ্ছে।
রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, এই ছবিটি অস্ট্রেলিয়ায় প্রাণীর জন্মতারিখ নিয়ে কাজ করে এরকম ওয়েবসাইট জুবর্নস এ ২০১৪ সালের মে মাসে প্রকাশিত হয়।
ছবিটিতে অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় একটি গ্যালাপাগোস কচ্ছপকে দেখা যাচ্ছে যা টারোঙ্গা ওয়েস্টার্ণ প্লেইনস জু এর সৌজন্যে প্রকাশিত হয়।
টারোঙ্গা ওয়েস্টার্ন প্লেইনস জু একই ছবি ২০১৪ সালের ৩০ এপ্রিল তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করে।
View this post on Instagram
ন্যাশনাল জিওগ্রাফিক-এর তথ্য অনুযায়ী গ্যালাপাগোস কচ্ছপ বিশ্বের সবচেয়ে বৃহদাকৃতির কচ্ছপ যা দেড় মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।
টারোঙ্গা ওয়েস্টার্ণ প্লেইনস জু এর একজন মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন যে, ছবিটি একটি গ্যালাপাগোস কচ্ছপের যা 'এ১১' নামে পরিচিত। কচ্ছপটির বর্তমান বয়স প্রায় পঞ্চাশ বলেও জানান তিনি।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ