ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কির পুরনো ছবি অনলাইনে
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 8 মার্চ 2022, 12:18
- আপডেট করা হয়েছে 8 মার্চ 2022, 12:24
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৬ ফেব্রুয়ারি ফেসবুকে এখানে ছবিগুলো শেয়ার করা হয়।
পোস্টটির শিরোনাম ছিল, “রিয়াল হিরো। সৈন্যদের সাথে কাঁদে কাদ মিলিয়ে দেশ রক্ষায় যুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি।”
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রতিবেশি দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুরোদমে যুদ্ধের ঘোষণা দেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যুদ্ধে কয়েকশ সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ত্যাগ করতে বাধ্য হয়েছেন।
এর মধ্যেই জেলেনস্কি বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় নিজে ইউক্রেন ত্যাগ না করে রুশ বাহিনীকে মোকাবেলা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ছবিগুলো একইরকম দাবিসহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার হয়।
প্রথম ছবি
রিভার্স ইমেজ সার্চে দেখা যায় প্রথম ছবিটি আরো কয়েকটি ছবির সাথে ২০২১ সালের এপ্রিলে দোনবাসে জেলেনস্কির পরিদর্শনের সময় তোলা হয়। ছবিটি ইউক্রেনের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও ইউক্রেনের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:
দ্বিতীয় ছবি
দ্বিতীয় ছবিটিও ২০২১ সালের এপ্রিলে দোনবাসে জেলেনস্কির পরিদর্শনের সময় তোলা হয়। ছবিটি রয়টার্সের বরাতে ২০২১ সালের এপ্রিলে ইউক্রেনিয়ান প্রেসিডেন্সিয়াল প্রেস সার্ভিসের বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও রয়টার্সের বরাতে প্রকাশিত ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ