অস্ট্রিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবাদের ভিডিওকে ইউক্রেন সংঘাতের বলে প্রচার

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 10 মার্চ 2022, 14:13
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ইউক্রেনে রাশিয়ান সামরিক আক্রমণের ফলে যখন সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে তখন ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, একজন ইউক্রেনিয়ান সাংবাদিক টিভির লাইভ প্রগ্রামে ভুয়া লাশের দৃশ্য দেখাচ্ছিলেন। দাবিটি অসত্য। প্রকৃতপক্ষে ভিডিওটিতে দেখা যাচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে একজন সাংবাদিক অস্ট্রিয়ায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবাদী অনুষ্ঠানের খবর লাইভ সম্প্রচার করছিলেন।

চীনা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট উইবোতে ভিডিওটি গত ১ মার্চ এখানে পোস্ট করা হয়।

ভিডিওটি সেখানে ৬ লাখের বেশি দেখা হয়েছে।

ক্লিপটিতে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে দেখতে লাশের ব্যাগের মতো কিছু বস্তুর সামনে দাঁড়িয়ে লাইভ সম্প্রচারে অংশ নিচ্ছেন। আরও দেখা যায়, লাশের একটি ব্যাগের মধ্য থেকে একজন লোক নড়ে উঠছেন, তখন একজন নারী গিয়ে ব্যাগের চেইন বন্ধ বন্ধ করে দেন।

পোস্টে চীনা ভাষা ক্যাপশনে যা বলা হয়েছে তার একটি বাক্যের বাংলা অনুবাদ এরকম: "ইউক্রেনের এক টিভিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা সংক্রান্ত খবর এটি।"

বাংলা ভাষায়ও ফেসবুকে এরকম ক্যাপশন সহযোগে ভিডিওটি এখানে ছড়িয়েছে।

Image

বাংলা ক্যাপশনে বলা হয়েছে: "কার্বারডা দেখছেন...‼️ রাশিয়া - ইউক্রেন যুদ্ধে মৃত হাজার হাজার লাশের সারি... সবগুলান দেখি লড়ে।"

এএফপির খবর মতে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে যুদ্ধে কয়েক সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে। একইসাথে ২০ লাখের বেশি মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

ভিডিওটিকে ইউক্রেনের দাবি করে ক্লিপটি বাংলায় এখানে এখানে পোস্ট করা হয়েছে।

কিন্তু দাবিটি অসত্য। ভিডিওর সাথে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের কোনো সম্পর্ক নেই।

অস্ট্রিয়ায় প্রতিবাদ

রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটি গত ৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে Oe24 নামের অস্ট্রিয়ান একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে এখানে পাওয়া গেছে।

জার্মান ভাষায় ভিডিও ক্যাপশনে লেখা রয়েছে: "ভিয়েনা: জলবায়ু নীতির বিরুদ্ধে প্রদর্শনী"

প্রতিবেদনে বলা হয়েছে: "অস্ট্রিয়া কর্তৃক গ্রীনহাউজ গ্যাস কমানোর কোনো লক্ষ্য ঠিক না করার ৪ শত দিন পূর্ণ হবে শুক্রবার (৪ ফেব্রুয়ারি ২০২২)।"

"দ্য ফ্রাইডেজ ফর ফিউচার সংস্থা সতর্ক করেছে যে, এই ধরণের আচরণ আশঙ্কাজনক এবং প্রতি টন কার্বন ডাইওক্সাইড নি:সরণের সাথে জলবায়ু সংকট আরও ঘনিভূত হচ্ছে।"

রিপোর্টে আরও বলা হয়: "বিকালে এক্টিভিস্টরা ৪৯টি 'জলবায়ু লাশের ব্যাগ' ভিয়েনার ফেডারেল চেন্সেলরির সামনে রেখে প্রতিবাদ করেন।"

নিচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্ট (বামে) এবং অস্ট্রিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লিখিত ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট তুলে ধরা হল:

Image

ফ্রাইডেজ ফর ফিউচার নামক সংস্থার সহ-আয়োজক ভেরেনা মালশোইগার এএফপি'কে বলেন তাদের প্রতিবাদটি 'শুধুই জলবায়ু সংকট সংক্রান্ত"।

"লাশের ব্যাগগুলো মূলত প্রতীকী। এগুলোর মাধ্যমে সত্যিকারের লাশ দেখানোর কোনো ইচ্ছা আমাদের ছিল না", বলেন তিনি।

প্রতিবাদের এরকম আরও ছবি ফ্রাইডেজ ফর ফিউচার তাদের ফেসবুক টুইটার একাউন্টে প্রকাশ করেছে।

প্রতিবাদের খবর অস্ট্রিয়া প্রেস এজেন্সি এবং স্থানীয় সংবাদমাধ্যম ডের স্ট্যান্ডান্ড-এ প্রকাশিত হয়েছে।

এর আগে একই ভিডিওতে কোভিড-১৯ এ আক্রান্ত মানুষের লাশ দেখা যাচ্ছে এমন দাবি খণ্ডন করেছিল এএফপি

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ