
ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনার সাথে বিতণ্ডায় লিপ্ত এক ফিলিস্তিনি তরুণী
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 3 মার্চ 2022, 08:43
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলা শুরুর পর গত ২৭ ফেব্রুয়ারি ভিডিওটি এখানে পোস্ট করা হয়।
ভিডিওর ক্যাপশনে বাংলায় লেখা হয়েছে: "দেশপ্রেম কি শেখার আছে এই শিশুকন্যার কাছ থেকে। দখলদার সৈন্য কে শিশুটির প্রশ্ন। what want to do. দখলদার রুশ সৈন্যকে তুমি কি করতে চাও আমাদের বলেই মারতে উদ্যত শিশুটির সৎ সাহসের প্রশংসা করলে কমই হবে।"

একইরকম দাবি সহকারে ভিডিওটি এখানে ও এখানে পোস্ট করা হয়েছে। অন্যান্য ভাষাও ভিডিওটি কিম্বা ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট একইরকম দাবি সহকারে ভাইরাল হয়েছে। দেখুন এখানে ও এখানে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণ সামরিক আক্রমণ শুরুর পর ভিডিওটি সংঘাতের সাথে সংশ্লিষ্ট করে ছড়ানো হয়েছে।
কিন্তু প্রকৃতপক্ষে ভিডিওটির সাথে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কোনো সংযোগ নেই। এটি ফিলিস্তিনের পশ্চিমতীরের একটি ঘটনার ভিডিও।
পশ্চিম তীরের ভিডিও
রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটি এই ইউটিউব চ্যানেল পাওয়া গেছে যা ২০১২ সালের ২৪ ডিসেম্বর আপলোড করা হয়েছে। ভিডিওতে দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সৈন্যের সাথে বাদানুবাদে লিপ্ত তরুণী হলেন আহেদ তামিমি তখন যার বয়স ছিল ১১ বছর।
তখন আন্তর্জাতিক মিডিয়ায় তামিমির ছবি ও এই ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান তাকে ২০১২ সালে আমন্ত্রণ জানিয়ে সাক্ষাত করেন।
তখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর পড়ুন এখানে, এখানে ও এখানে।
বিগত পাঁচ দশক ধরে গাজা উপত্যকা ও পশ্চিমতীর নিয়ন্ত্রণের জন্য লড়াই করে আসছে।
তামিমি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন।

পশ্চিমতীরে দুজন ইসরায়েলি সৈন্যকে আঘাত ও ঘুষি মারা দায়ে ২০১৮ সালে আট মাস জেল খাটেন আহেদ তামিমি।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ