এটি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি ভিডিও, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নয়

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে ভিডিও ক্লিপটি পূর্ব ইউরোপের দেশটিতে রাশিয়ার হামলার দৃশ্য। ভিডিওটি বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে। মূলত এটি একটি অ্যানিমেশন ভিডিও যা ২০২১ সালের অক্টোবর থেকে অনলাইনে পাওয়া যায়।

১৬ সেকেন্ডের ভিডিও ক্লিপটি গত ২৪ ফেব্রুয়ারি ফেসবুকে এখানে শেয়ার করা হয়।

Image
( Mohammad MAZED)

অনবরত আলোকচ্ছটা ও বিস্ফোরণের ক্লিপটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “ইউক্রেন রাশিয়া মহাযুদ্ধ।”

গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইউক্রেনে প্রতিবেশী দেশ রাশিয়ার হামলার প্রেক্ষাপটে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

হামলার পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্যান্য শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এএফপির প্রতিবেদন দেখুন এখানে এখানে

ভিডিওটি একইরকম দাবিসহকারে ফেসবুকে এখানেএখানে শেয়ার করা হয়।

ভিডিওর সাথে যুক্ত দাবিটি অসত্য।

কীওয়ার্ড সার্চে দেখা যায় এই ভিডিওটি ২০২১ সালের ৯ অক্টোবর ইনস্টাগ্রামে বোরিসাও ব্লোয়িস এর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় যার ক্যাপশন অনুযায়ী এটি একটি সিজিআই তথা কম্পিউটার জেনারেটেড ইমেজারি।

View this post on Instagram

A post shared by Boris J.A (@borisao_blois)

পোস্টটির হ্যাশট্যাগে 'দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ১৯৪০' লেখা রয়েছে।

বোরিসাও ব্লোয়িস নিজেকে একজন থ্রি ডি অ্যানিমেটর হিসেবে পরিচয় দেন।

ভিডিওটি গত ২ অক্টোবর তার টিকটক অ্যাকাউন্ট থেকে এখানে ও ২২ অক্টোবর তার ইউটিউব চ্যানেল থেকে এখানে পোস্ট করা হয়।

দু'টি পোস্টের ক্যাপশনেই ফুটেজটিকে সিজিআই তথা অ্যানিমেশন বলে উল্লেখ করা হয়েছে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ