হাতকড়া পরা রক্তাক্ত ভেনিজুয়েলার নেতার ছবিটি এআই দিয়ে তৈরি
- প্রকাশিত 12 জানুয়ারি 2026, 13:25
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Dene-Hern CHEN, এএফপি অস্ট্রেলিয়া, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB
২০২৬ সালের জানুয়ারিতে আকস্মিক এক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যায় আমেরিকার সৈন্যরা। সামরিক এ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্যের জোয়ার বয়ে যায়। এসব অপতথ্যের মধ্যে কৃত্রিম বৃদ্ধিমত্তা তথা এআই দিয়ে তৈরি একটি ছবিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে হাতকড়া এবং রক্তমাখা একটি শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়। যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত ছবি থেকে আলাদা ওই চিত্রটি বিশ্লেষণ করে বেশ কিছু ত্রুটি পাওয়া গেছে। যা থেকে বোঝা যায় ছবিটি বানোয়াট।
৩ জানুয়ারি ২০২৬ তারিখে ফেসবুকে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “আমেরিকা কর্তৃক সন্ত্রাসী সামরিক হামলায় স্বাধীন রাষ্ট্র ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে বন্দী করা হয়েছে!”
ছবিতে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাতকড়া পরা এবং রক্তাক্ত শার্ট পরিহিত অবস্থায় কিছু সেনা সদস্য পরিবেষ্টিত দেখা যায়।
বানোয়াট ছবিটি একই ধরনের দাবিতে ফেসবুকে অন্যত্র ছড়ানো হয়। এছাড়া আফ্রিকা, ভারত এবং জার্মানিতেও একই দাবিতে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
৩ জানুয়ারি এক অভিযানে কারাকাসে হানা দিয়ে আমেরিকার সৈন্যরা কর্তৃত্বাবাদী বমপন্থী নেতা এবং তাঁর স্ত্রীকে তীব্র বোমাবর্ষণের মধ্যে ভেনেজুয়েলা থেকে ধরে নিয়ে যায়(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
মাদক পাচার এবং অন্যান্য অভিযোগে ৫ জানুয়ারি নিউইয়র্কের একটি আদালতে তাদেরকে হাজির করা হয়। তবে মাদুরো ও তাঁর স্ত্রী নিজেদের নির্দোষ দাবি করেন। অন্যদিকে ক্ষমতার রূপান্তরের মধ্যে থাকা তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দেশটিকে সাময়িকভাবে “পরিচালনা” করার কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
মাদুরোকে ধরে নেয়ার পর, এএফপি এই ঘটনা সম্পর্কে বেশ কিছু বিভ্রান্তিকর দাবি খণ্ডন করেছে। এসব বিভ্রান্তিকর দাবির মধ্যে রয়েছে ডেল্টা ফোর্সের অভিযানের নামে পুরোনো ভিডিও থেকে শুরু করে তাঁর ক্ষমতাচ্যুতি উদযাপন দেখানোর জন্য এআই-দিয়ে তৈরি ফুটেজের ব্যবহার।
ইনভিড-উইভেরিফাই নামে পরিচিত ভেরিফিকেশন প্লাগইন ব্যবহার করে এক বিশ্লেষণ দেখা যায় হাতকড়া পরা মাদুরোর ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও, কোনো অফিসিয়াল সূত্র থেকে প্রকাশিত হয়নি।
ট্রাম্প ৪ জানুয়ারি ট্রুথ সোশ্যালে একটি ট্র্যাকস্যুট ও সানগ্লাস পরা অবস্থায় "ইউএসএস আইওয়া জিমা-র বোর্ডে" ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের একটি ছবি শেয়ার করেন, যেখানে মাদুরোর পোশাকে কোনো রক্ত দেখা যায়নি(আর্কাইভ লিংক)।
এএফপিও হোয়াইট হাউসের আনুষ্ঠানিক র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট র্যাপিড রেসপন্স ৪৭-এর এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া মাদুরোর স্ক্রিনশট প্রকাশ করেছে। ছবিগুলো ৩ জানুয়ারি ২০২৬ তারিখে তাকে মার্কিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রশাসনের সদর দপ্তরের ভেতরে নিয়ে যাওয়ার সময় তোলা হয়।
কোনো স্ক্রিনশটেই তাকে রক্তমাখা পোশাকে দেখা যায়নি।
ছবিটি আরও ভালোভাবে পরীক্ষা করলে কিছু দৃশ্যগত অসামঞ্জস্য ধরা পড়ে। যেমন ছবির ডানদিকের সৈনিকটির দস্তানা পরা হাতে একটি কড়ে আঙুল কম দেখা যায়। এছাড়া মাদুরোর বোতাম লাগানো শার্টে রক্তের দাগ দেখা গেলেও তাঁর ভেতরের সাদা শার্টটি একেবারে দাগহীন।
এছাড়া, জাল ছবিতে মাদুরোর কপাল জুড়ে সাধারণত যেমন দাগ দেখা যায় তার চেয়ে অনেক বেশি স্পষ্ট ও গভীর একটি ক্ষতচিহ্নও দেখা যায়। জুলাই ২০২৫ সালে এএফপি ফটোগ্রাফার পেদ্রো ম্যাটেইয়ের তোলা একটি ছবিতেও এমন গভীর দাগ দেখা যায়নি।
এএফপি ভেনেজুয়েলার সংকট সম্পর্কিত বেশ কিছু বিভ্রান্তিকর দাবি খণ্ডন করেছে এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ