ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের দাবিতে সামরিক মহড়ার পুরনো ভিডিওকে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 11 জানুয়ারি 2026, 14:00
- আপডেট করা হয়েছে 11 জানুয়ারি 2026, 14:02
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Pasika KHERNAMNUOY, এএফপি থাইল্যান্ড, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
যুক্তরাষ্ট্রের সেনারা ৩ জানুয়ারি ২০২৬ তারিখে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোরপূর্বক আটক করে নিয়ে যায়। এরপর সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা সামরিক মহড়ার পুরনো একটি ভিডিও ছড়িয়ে সেটিকে মাদুরোকে আটকের জন্য কারাকাসে যুক্তরাষ্ট্রের অভিযান হিসেবে দাবি করেন। তবে ক্লিপটি ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে নর্থ ক্যারোলাইনায় অনুষ্ঠিত মার্কিন সেনাবাহিনীর একটি মহড়ার।
ফেসবুকে ৩ জানুয়ারি ২০২৬ তারিখে ছড়ানো একটি ভিডিও ক্যাপশনে বলা হয়, “আমেরিকান ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করেছে।এর পূর্বে গত রাতে রাজধানী কারাকাসে বিমান হামলা চালিয়েছিল।”
ভিডিওতে একটি হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে কিছু সৈন্যকে একটি ভবনের উপর নামতে দেখা যায়। মাদুরোকে আটক করার জন্য পরিচালিত অভিযানের ভিডিও বলে পোস্টে ইঙ্গিত করা হয় (আর্কাইভ লিংক)
মার্কিন সেনারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার পর ভিডিওটি অনলাইনে ছড়ানো হয়।
মাদক পাচার অভিযোগে বিচারের মুখোমুখি করার জন্য ওই দম্পতিকে নিউইয়র্কের একটি আদালতে তোলা হয়। তবে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন তাঁরা(আর্কাইভ লিংক)।
এদিকে পালা বদলের মধ্যে থাকা তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার দেশটিকে সাময়িকভাবে “পরিচালনা” করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
একই দাবিতে ভিডিওটি অন্যত্র ফেসবুকে এখানে ও এখানে ছড়ানো হয়েছে। এছাড়া ইংরেজি, চীনা, হিন্দি, বর্মী, ইন্দোনেশীয়, পর্তুগিজ এবং ফরাসি ভাষায় ভিডিওটি ছড়ানো হয়েছে।
তবে ভিডিওটি মাদুরোকে জোরপূর্বক তুলে নেয়ার কয়েক মাস আগের।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম দিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চেসহ কিওয়ার্ড সার্চে ১১ জুন ২০২৫ তারিখে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী মার্গো মার্টিনের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে একটি ক্লিপ পাওয়া যায়, যেখানে অসত্য পোস্টের অনুরূপ দৃশ্য দেখানো হয়েছে(আর্কাইভ লিংক)।
পোস্টের ক্যাপশনে বলা হয়, “ইউএস স্পেশাল ফোর্সেস।”
একই ধরনের ফুটেজ যুক্তরাষ্ট্রের ডিফেন্স ভিজ্যুয়াল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সার্ভিসের (ডিভিআইডিএস) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল(আর্কাইভ লিংক)।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ১১ জুন ২০২৫ তারিখে নর্থ ক্যারোলাইনের ফোর্ট ব্র্যাগে “প্রচলিত বিমানবাহিনী ইউনিটের পাশাপাশি কৌশলগত মহড়া ও আকাশপথে অনুপ্রবেশ অভিযান পরিচালনা” করছে স্পেশাল অপারেশন ফোর্সেস।
ভিডিওটির ১ মিনিটি ৩১ সেকেন্ডের ফুটেজে সাদা ক্যাপ পরা অবস্থায় ট্রাম্পকে সামরিক মহড়া পর্যবেক্ষণ করতে দেখা যায়, যেমনটি অসত্য পোস্টের দৃশ্যে দেখা গেছে।
মাদুরোর ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আরও অপতথ্য খণ্ডন করে প্রকাশিত এএফপি প্রতিবেদন পড়ুন এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ