ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতার মুক্তির দাবিতে তাঁর সমর্থকদের বিক্ষোভ হিসেবে পুরনো ক্লিপকে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 13 জানুয়ারি 2026, 10:02
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Sachin BAGHEL, এএফপি ইন্ডিয়া, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
জানুয়ারির প্রথম সপ্তাহে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন সেনারা। এ ঘটনার পর ক্ষমতাচ্যুত নেতার মুক্তির দাবিতে কারাকাসে বিক্ষোভ করেছে তাঁর সমর্থকরা। তবে অনলাইনে ছড়ানো ছবি ও ভিডিওটি মাদুরোর মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভের নয়। ভিডিওটি ২০২৫ সালের নভেম্বর মাসের এবং ওই অনুষ্ঠানের মাদুরো নিজেও উপস্থিত ছিলেন।
৫ জানুয়ারি ২০২৬ তারিখে ফেসবুকে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিঃশর্ত মুক্তির দাবিতে কারাকাসের রাজপথে লাখো জনতা। ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।”
পোস্টের সাথে যুক্ত ছবিতে একটি বিক্ষোভ সমাবেশে লোকজনকে ভেনেজুয়েলার পতাকা উড়াতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের সৈন্যরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেশটির রাজধানী কারাকাস থেকে নিউইয়র্কে তুলে নিয়ে যাওয়ার পর ৪ জানুয়ারি মাদুরোর সমর্থনে কারাকাসের রাজপথে হাজার হাজার মানুষ মিছিল করেছে (আর্কাইভ লিংক).
এদিকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মাদুরোর সাবেক ডেপুটি দেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকারের শর্ত মেনে নিলে রদ্রিগেজের সাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(আর্কাইভ লিংক).
একই ধরনের দাবিতে ভিডিওটি অন্যত্র ফেসবুকে ছড়ানো হয়। এছাড়া গ্রিক এবং স্প্যানিশ ভাষাতেও ভিডিওটি ছড়ানো হয়।
কিন্তু অসত্য পোস্টে ছড়ানো ভিডিওটি মাদুরোর মুক্তির দাবিতে অনুষ্ঠিত কোনো সমাবেশের নয়।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে ১৪ নভেম্বর ২০২৫ সালে টিকটকে আপলোড করা একটি ভিডিও পাওয়া যায়, যেখান একই দৃশ্য দেখা যায় (আর্কাইভ লিংক).
টিকটক ব্যবহারকারী ওই বিক্ষোভের অন্য একটি ক্লিপও আপলোড করেন, যেখানে একই ট্রাক ও ভবন দৃশ্যমান(আর্কাইভ লিংক).
মাদুরোর উপস্থিতিতে দেশের যুবকদের জন্য ১৩ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সমাবেশটি নিয়ে প্রতিবেদন করেছে সিএনএন(আর্কাইভ লিংক)। বিক্ষোভে ভেনেজুয়েলার নেতার অংশগ্রহণের ছবিটি সংবাদ সংস্থা এএফপিও প্রকাশ করেছি।
মাদুরোর ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আরও অপতথ্য খণ্ডন করে প্রকাশিত এএফপি প্রতিবেদন পড়ুন এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ