এআই দিয়ে তৈরি ক্রিকেটারদের বোরকা পরা ছবি অনলাইনে বিভ্রান্তি ছড়াচ্ছে

৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হয়েছে নারী ক্রিকেট বিশ্বকাপ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বোরকা পরিহিত নারী ক্রিকেটারদের ছবিটি ১০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচের নয়। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ম্যাচটি নিয়ে প্রতিবেদন করেছেন এএফপির এমন একজন সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেন। 

১৩ অক্টোবর ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক পোস্টে ছবির ক্যাপশনে বলা হয়, “বাংলাদেশ মহিলা ক্রিকেট দল মাদ্রাসা শাখা।” 

 পোস্টটিতে বোরকা পরে মাঠে দাঁড়িয়ে থাকা দুইজন খেলোয়াড়ের ছবি দেখা যায়। 

Image
এএফপির যোগ করা লাল ক্রস চিহ্নসহ ৩০ অক্টোবর ২০২৫ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

একই দাবিতে ছবিটি ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। 

ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়ের পর বোরকা পরা ক্রিকেট খেলোয়াড়দের এআই নির্মিত ছবিটি ছড়ানো হয়। ছবিটি ভারত এবং পাকিস্তানেও অসত্য দাবিতে প্রচার করা হয়েছে(আর্কাইভ লিংক)। 

তবে ছবিটির নীচের ডান কোণে গুগলের জেমিনি এআই টুলের একটি লোগো রয়েছে(আর্কাইভ লিংক)

এছাড়া, ছবিতে দৃশ্যমান কিছু অসঙ্গতি রয়েছে, যাতে বোঝা যায় ছবিটি আসল নয়। যেমন একজন খেলোয়াড়ের পায়ের উপর একটি ব্যাট অদ্ভুতভাবে রাখা দেখা যায়।  

তার ডান পায়ের প্যাডটি বোরকার ভেতরে থাকলেও বাম পায়ের প্যাডটি বাইরে দেখা যায়। 

যদিও জেনারেটিভ এআই প্রযুক্তি দ্রুত উন্নতি করছে, তথাপি দৃশ্যমান কিছু অসঙ্গতি এখনও থেকে যাচ্ছে। যা অসত্য ছবি/ভিডিও সনাক্ত করার সর্বোত্তম উপায়।

Image
ছবিতে এএফপির হাইলাইট করা দৃশ্যমান অসঙ্গতির স্ক্রিনশট

ম্যাচটি কভার করা এএফপির একজন সাংবাদিক নিশ্চিত করেছেন যে বাংলাদেশের কোনও খেলোয়াড় বোরকা পরেন নি।

১৬ অক্টোবর তিনি বলেন, “বাংলাদেশের মহিলা খেলোয়াড়দের বোরকা পরা ভাইরাল ছবিটি আসল নয়। কারণ আমি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার আইসিসি মহিলা বিশ্বকাপের ম্যাচটি কভার করছি। আমি কোনও খেলোয়াড়কে বোরকা পড়তে দেখিনি।”

এছাড়া ম্যাচের হাইলাইটেও কোনও খেলোয়াড়কে বোরকা পরা দেখা যায়নি(আর্কাইভ লিংক)। 

Image
আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইট থেকে নেয়া ম্যাচ হাইলাইটের একটি স্ক্রিনশট

এএফপি এর আগেও এআই দিয়ে তৈরি অসত্যভাবে ছড়ানো অন্যান্য দাবি খণ্ডন করছে। 

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ