পুরনো ভিডিওকে ২০২৫ সালের অক্টোবরে সদরঘাটে অগ্নিকাণ্ডের বিভ্রান্তিকর দাবিতে প্রচার

২০২৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং ব্যয়বহুল অগ্নি দুর্ঘটনা ঘটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে। কিন্তু অনলাইনে ছড়ানো যাত্রীবাহী লঞ্চে আগুনের ভিডিওটি একই মাসে রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাটে অগ্নিকাণ্ডের নয়।  ক্লিপটি ২০২৩ সালের এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে সম্প্রতি সদরঘাট এলাকায় কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। 

১৯ অক্টোবর ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক ভিডিওর ক্যাপশনে বলা হয়, “ঢাকা সদরঘাটে লঞ্চে ভয়াবহ আগুন। দেশের বুকে অভিশাপ নেমে আসছে।” 

৩৪,০০০ বারের বেশি ভিউ হওয়া ২০ সেকেন্ডের ভিডিওতে একটি লঞ্চ আগুনে পুড়তে এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। 

১৮ অক্টোবর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পোস্টটি সামাজিক মাধ্যমে দেখা যায়। অগ্নিকাণ্ডের ফলে কর্তৃপক্ষ সকল ফ্লাইট স্থগিত করতে বাধ্য হন(আর্কাইভ লিংক)।

বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে থাকা কাপড়, পোশাকের জিনিসপত্র, ওষুধ, রাসায়নিক এবং অন্যান্য আমদানি সামগ্রী অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ১ বিলিয়ন মার্কিন ডলারের মতো প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির মূল্যায়ন করে (আর্কাইভ লিংক)।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Image
এএফপির যোগ করা লাল ক্রস চিহ্নসহ ২৬ অক্টোবর ২০২৫ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

সরকার জানিয়েছে যে, চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং ঢাকার একটি রাসায়নিক ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর জনসাধারণের উদ্বেগ বৃদ্ধির বিষয়ে তাঁরা সচেতন। ১৪ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকার একটি রাসায়নিক ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন নিহত হয় (আর্কাইভ লিংক)।

২০২৪ সালে বাংলাদেশে ২৬,৫০০ টিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অসত্য দাবিটি একই ভিডিওটি ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। 

কিছু ফেসবুক ব্যবহারকারীকে ভিডিওটিকে অক্টোবর ২০২৫ তারিখের অগ্নিকাণ্ডের বলে বিশ্বাস করেতে দেখা গেছে। 

একজন মন্তব্য করেন, “প্রতিদিন নতুন অগ্নিকাণ্ড,  এটা কোন ভাবেই এমনি এমনি হতে পারে না।”

আরেকজন মন্তব্য করেন, “আল্লাহ কি শুরু হলো?”

অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে ভিডিওটির দীর্ঘ একটি সংস্করণ পাওয়া যায়। প্রথম আলোর ফেসবুক পেজে যা ৩০ জুন ২০২৩ তারিখে প্রকাশিত হয় (আর্কাইভ লিংক)। 

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন,"

Image
এএফপির যোগ করা লাল ক্রস চিহ্নসহ অসত্যভাবে ছড়ানো ভিডিও (বামে) এবং প্রথম আলো প্রকাশিত ভিডিওর তুলনামূলক স্ক্রিনশট

একই দিনে অন্যান্য সংবাদমাধ্যম যমুনা টিভি এবং সময় টিভিও একই ফুটেজ প্রকাশ করেছিল(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-র যুগ্ন-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এএফপিকে জানান যে, সদরঘাটে সম্প্রতি  কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নি। 

২৩ অক্টোবর একটি ফোনকলে তিনি এএফপিকে বলেন, “এটা সম্পূর্ণ একটি গুজব। ওইদিন বা গত কয়েক মাসে কোন অগ্নিকাণ্ডের ঘটনা সদরঘাট এলাকায় ঘটে নি।” 

এএফপি এর আগেও বাংলাদেশে দুর্ঘটনা নিয়ে বিভ্রান্তিকরভাবে ছড়ানো ভিডিও খণ্ডন করেছে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ