তুরস্কের নৌবহরের ভিডিও, গাজাগামী অধিকারকর্মীদের নয়
- প্রকাশিত 16 অক্টোবর 2025, 12:57
- আপডেট করা হয়েছে 19 অক্টোবর 2025, 10:07
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Devesh MISHRA, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB
আগস্ট মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যাত্রা শুরু করে অধিকারকর্মীরা। কিন্তু অনলাইনে ছড়িয়ে পড়া ক্লিপটি তাদের নৌবহরের নয়। ভিডিওটি আসলে তুরস্কের একটি ফুটবল ক্লাবের ভক্তদের, দেশটির সুপার লিগ টুর্নামেন্টে নিজেদের দল জয়ী হওয়ার পর সমুদ্রে কুচকাওয়াজের মাধ্যমে উদযাপন করছেন তাঁরা।
২ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত একটি ফেসবুক রিলের ক্যাপশনে বলা হয়, “গাজার কাছাকাছি পৌঁছে গেছে ৪৪টি দেশের মানবাধিকারকর্মী, ডাক্তার, সাংবাদিক, রাজনীতিবিদ ও সাধারণ নাগরিকদের নিয়ে ৫৫টির বেশি নৌকা।”
ভিডিওটিতে একটি বিশাল নৌকাবহরকে সমুদ্রপথে যাত্রা করতে দেখা যায়।
সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গসহ বিভিন্ন দেশের অধিকারকর্মীরা ৩১ আগস্ট ২০২৫ তারিখে বার্সেলোনা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মাধ্যমে গাজা অভিমুখে যাত্রা শুরু করেন। জাতিসংঘের মতে গাজায় দুর্ভিক্ষ চলমান (আর্কাইভ লিংক)।
ইসরায়েলের নৌবাহিনী ফ্লোটিলার ৪২টি জাহাজের সবকটির গতিরোধ করেছে বলে ৩ অক্টোবর জানিয়েছে দেশটির সেবাবাহিনী। ইসরায়েলের পুলিশ জানিয়েছে যে, “ফ্লোটিলা অংশগ্রহণকারী ৪৭০ জনেরও বেশি লোককে হেফাজতে নিয়েছে সামরিক পুলিশ।”
সুমুদ ফ্লোটিলা জানিয়েছে যে, তাদের জাহাজগুলোকে “অবৈধভাবে আটক” করা হয়েছে এবং তাদের যাত্রীদের “বেআইনিভাবে অপহরণ” করা হয়েছে।
ভিডিওটি অন্যত্র এখানে এবং এখানে শেয়ার করা হয়। কিন্তু ভিডিওটি গাজা অভিমুখী ফ্লোটিলার নয়।
অসত্যভাবে ছড়ানো ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে ‘ইস্তানবুল’ এবং ‘গ্যালাটাসারে’ হ্যাশট্যাগসহ ২৬ মে ২০২৫ তারিখে প্রকাশিত একটি টিকটক ভিডিও পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু প্রতিবেদন অনুসারে, গ্যালাটাসার ফুটবল ক্লাবের ভক্তরা তুর্কি সুপার লিগে তাদের দলের জয় উদযাপনের জন্য বসফরাস পেরিয়ে সারাইবার্নু থেকে একটি বৃহৎ আকারের নৌ-কুচকাওয়াজ বের করার পর ভিডিওটি শেয়ার করা হয় (আর্কাইভ লিংক)।
ভিডিওতে পতাকার খুঁটি এবং গাছের সারির সাথে গুগল ম্যাপস স্ট্রিট ভিউতে সারাইবার্নু উপদ্বীপের মিল দেখা যায়(আর্কাইভ লিংক)।
ক্লাবটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও উদযাপনের কিছু ক্লিপ পোস্ট করা হয়েছে। নৌকাগুলোকে ক্লাবের লাল এবং হলুদ পতাকা উড়াতে দেখা যায়, যেমনটি অসত্য ভিডিওতে দেখা গেছে(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
এএফপি গাজা যুদ্ধ সম্পর্কিত অন্যান্য অসত্য দাবি খণ্ডন করেছে এখানে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ