পাইপ ফেটে পানি বের হওয়ার ফুটেজকে কলকাতায় ভারী বৃষ্টিপাত হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার
- প্রকাশিত 21 অক্টোবর 2025, 06:47
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Sachin BAGHEL, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
সেপ্টেম্বর ২০২৫ এ ভারী বৃষ্টিপাতে ভারতের পূর্বাঞ্চলীয় শহর কলকাতায় অন্তত সাতজন নিহত হন। তবে পানি উপচে পড়ার ফুটেজটি ওই শহরে মেঘভাঙা বৃষ্টির নয়। প্রকৃতপক্ষে ক্লিপটি কলকাতার পাশবর্তী একটি রাজ্যে একটি পাইপ ফেটে পানি বের হওয়ার ঘটনার।
২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ফেসবুকে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, “এই দৃশ্য কোনো পাহাড়ের নয়, কলকাতার বাঘাযতীন এলাকার মেঘভাঙ্গা বৃষ্টি।”
পোস্টের সাথে যুক্ত একটি ভিডিওতে বিশাল ঝর্ণার মতো পানি পড়তে এবং একটি ভবনের পাশ থেকেও স্রোতের মতো পানি নেমে যেতে দেখা যায়।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় ভারী বৃষ্টিপাতের পর অসত্য দাবিটি ছড়ানো হয়।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বৈদ্যুতিক লাইন ডুবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (আর্কাইভ লিংক)।
একই দাবিতে ভিডিওটি অন্যত্র ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়ানো হয়েছে।
প্রকৃতপক্ষে ভিডিওটি কলকাতা থেকে ১,০০০ কিলোমিটার দূরবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ধারণ করা হয়েছিল।
গুগলে রিভার্স ইমেজ সার্চে ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইন্ডিয়া টুডে পত্রিকায় প্রকাশিত একই ধরনের একটি ভিডিও পাওয়া যায়। গুয়াহাটির চাঁদমারি এলাকায় বড় আকারের পাইপে ফেটল ধরছে বলে ভিডিওটির ক্যাপশনে বলা হয় (আর্কাইভ লিংক)।
ক্যাপশনে আরও বলা হয়, “ফাটলের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।”
স্থানীয় সংবাদমাধ্যমও আসামের রাজধানী গুয়াহাটিতে পাইপ ফাটল নিয়ে একই ধরনের দৃশ্য প্রকাশ করেছে (আর্কাইভ লিংক এখানে ও এখানে)।
গুয়াহাটির গুগল স্ট্রিট ভিউর ছবির সাথে অসত্য পোস্টে দৃশ্যমান এলাকার মিল দেখা যায় (আর্কাইভ লিংক)।
বর্ষাকাল সম্পর্কিত দূর্ঘটনা নিয়ে ছড়ানো একই ধরনের অসত্য দাবি খণ্ডন করেছে এএফপি।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ