
পুরনো ভিডিওকে খাগড়াছড়ির সহিংস বিক্ষোভের সাথে অসত্যভাবে সম্পৃক্ত করে প্রচার
- প্রকাশিত 13 অক্টোবর 2025, 13:46
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Rasheek MUJIB, এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
১ অক্টোবর ২০২৫ তারিখে ছড়ানো একটি ফেসবুক ভিডিওর ক্যাপশনে বলা হয়, “খাগড়াছড়িতে পাহাড়িরা সেনাবাহিনীকে ধরে নিয়ে যাওয়ার প্রায় দু'ঘন্টা পর উদ্ধার, দেখা যায় অবস্থা ক্রিটিকাল।”
ভিডিওতে একজন সৈনিককে ব্যথায় মাটিতে কাতরাতে দেখা যায়। এসময় তাঁর চার পাশে পুলিশ এবং অন্যান্য সৈনিকদের দেখা যায়।
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব খাগড়াছড়ি জেলায় সহিংস সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর ভিডিওটি সামাকিজ যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়। এ ঘটনায় সেনাবাহিনী বিদ্রোহীদের ওপর দোষারোপ করে এবং গুলি চালানোর জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছে আন্দোলনকারীরা(আর্কাইভ লিংক)।
সম্প্রতি এক স্কুলছাত্রীকে কথিত ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ বিক্ষোভকারীদেরকে নিরাপত্তা বাহিনী বাধা দেয়ার পর ২৮ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়।
আদিবাসী সম্প্রদায় এবং বাংলাভাষীদের মধ্যে ভূমি ও সম্পদ নিয়ে সংঘর্ষের ঘটনায় অঞ্চলটি দীর্ঘদিন ধরে একটি উত্তেজনাপূর্ণ স্থানে পরিণত হয়েছে।

একই ধরনের পোস্টে ফুটেজটি অন্যত্র ফেসবুকে ছড়ানো হয়েছে।
কিন্তু ভিডিওটি আসলে খাগড়াছড়ির সংঘর্ষের কয়েক মাস আগে রাজধানী ঢাকায় ধারণ করা হয়েছিল।
অসত্যভাবে ছড়ানো ভিডিওর কিফ্রেম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে দৈনিক ইত্তেফাকের ইউটিউবে ২২ জুলাই তারিখে প্রকাশিত একই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়(আর্কাইভ লিংক)।
দীর্ঘ ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “শিক্ষার্থীদের আক্রমণে সেনা সদস্য গুরুতর আহত।”
দি ডেইলি মর্নিং ভয়েসের ফেসবুক পেজেও ভিডিওটি প্রকাশ করা হয়েছিল(আর্কাইভ লিংক)।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, রাজধানী ঢাকার সচিবালয় ভবনের বাইরে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়(আর্কাইভ লিংক)।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩১ জন নিহত হওয়ার পর শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ জবাবদিহিতার দাবি জানিয়ে বিক্ষোভ করে(আর্কাইভ লিংক)।
বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার অভিযোগ আনে এবং মাঝ রাতে এইচএসসি পরীক্ষা স্থগিত করার কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
এছাড়া, সচিবালয় ভবনের গুগল ম্যাপস স্ট্রিট ভিউ ছবির সাথে ভিডিওটির মিল পাওয়া যায়(আর্কাইভ লিংক)।

এএফপি এর আগেও খাগড়াছড়ির অস্থিরতা নিয়ে অন্যান্য অসত্য দাবি খণ্ডন করেছে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ