বাংলাদেশের বিমান দুর্ঘটনার এই ছবি এআই দিয়ে তৈরি
- প্রকাশিত 7 আগস্ট 2025, 15:15
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Sachin BAGHEL, এএফপি ইন্ডিয়া, এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Rasheek MUJIB
২১ জুলাই একটি ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশনে বলা হয়, “ঢাকার মাইলস্টোন কলেজে বিমান ক্র্যাশ করেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন।”
ঢাকার বেসরকারি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ছুটি শেষে স্কুল ত্যাগ করার মুহূর্তে একটি বাংলাদেশি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে অন্তত ৩৪ জন নিহত এবং ১৭০ জনেরও বেশি আহত হন। যাদের বেশিরভাগই শিশু (আর্কাইভ লিংক)।
একই অসত্য দাবিতে ফেসবুকে অন্যত্র ছবিটি শেয়ার করা হয়। কিন্তু ছবিটি দুর্ঘটনার সঠিক চিত্র নয়।
এএফপির ধারণ করা দুর্ঘটনাস্থলে ছবিতে দেখা যায় যে, ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনটি ছিল একটি দোতালা অবকাঠামো, অসত্যভাবে ছড়ানো ছবিতে দেখানো উঁচু ভবন নয়।
বাফেলো বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ফরেনসিক ল্যাবের পরিচালক সিওয়েই লিউ ছবিটি বিশ্লেষণ করেছেন এবং এএফপিকে জানিয়েছেন যে ছবিটি, “এআই দিয়ে তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে”(আর্কাইভ লিংক)।
লিউ ২৫ জুলাই ২০২৫ তারিখে এএফপিকে বলেন, “বিমানটির অবস্থান ভবনটি থেকে অনেক দূরে এবং অস্বাভাবিক। ভবনে আঘাত করার সময় এটি নিচের দিকে ঝুঁকে থাকার কথা অথবা বিমানটির নিজের ওজনের কারনেই নিচের দিকে দুমড়ে-মুচড়ে যাওয়া উচিত।”
“যেখানে আঘাত হানে তার নিচে ভবনে কোনও ক্ষতি বা ধ্বংসাবশেষ নেই, এবং জানালার গ্রিডেও অসঙ্গতি দেখা যাচ্ছে। এগুলো এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তার স্পষ্ট লক্ষণ।”
যদিও জেনারেটিভ এআই প্রযুক্তি দ্রুত উন্নতি করছে, তবুও দৃশ্যমান কিছু অসঙ্গতি থেকে যাচ্ছে।
এএফপি এর আগেও বিমান দুর্ঘটনার সাথে সম্পর্কিত এআই দিয়ে তৈরি অসত্যভাবে ছড়ানো অন্যান্য দাবি খণ্ডন করছে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ