দক্ষিণ আফ্রিকার পুরনো ভিডিওকে রাশিয়ার শক্তিশালী ভূমিকম্পের সাথে অসত্যভাবে জড়িয়ে প্রচার

৩০ জুলাই পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটিতে রাশিয়ার পূর্বাঞ্চলের একটি এলাকা কেঁপে ওঠে, যার ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়। কিন্তু একটি শক্তিশালী ঝড়ের চিত্র তুলে ধরে অনলাইন ছড়ানো ভিডিওটি প্রকৃতপক্ষে বেশ কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে ধারণ করা হয়েছিল। 

রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচাতকায় ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পরেই ৩০ জুলাই ২০২৫ তারিখের একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয় “রাশিয়াতে জোরালো (রিখটার স্কেলে ৮.৮ মাত্রা)ভূমিকম্পের পর সুনামি আছড়ে পড়লো! জাপানেও বিশাল ঢেউ সহ সুনামির আশঙ্কা” (আর্কাইভ লিংক)। 

১৯৫২ সালের পর এটি ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে রিজিওনাল সিসমিক মনিটরিং সার্ভিস। 

প্রশান্ত মহাসাগরের কিছু অংশে চার মিটার (১২ ফুট) পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। এসময় জাপান থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইকুয়েডরসহ এক ডজনেরও বেশি দেশে উপকূলীয় অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছিল।

পরে সতর্কতা প্রত্যাহার করা হয় এবং লক্ষ লক্ষ অস্থায়ী উদ্বাস্তুকে বসতবাড়িতে ফিরে যেতে দেয়া হয়।  

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় যে, ভূমিকম্পে এখন পর্যন্ত জাপানে একজন নারীর মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ এলাকা ছেড়ে যাওয়ার সময় একটি পাহাড় থেকে তাঁর গাড়ি পড়ে যায়। 

পোস্টে যুক্ত একটি ভিডিওতে তীরে ঢেউ আছড়ে পড়ার সময় সমুদ্র সৈকত থেকে লোকজনকে দৌড়ে পালাতে দেখা যায়। 

Image
৭ আগস্ট নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

বাংলাদেশে ফেসবুকে অন্যত্র এবং ভারত, পাকিস্তান এবং ফিলিপাইনেও একই ধরণের পোস্ট অনলাইনে ছড়ানো হয়েছে। কিন্তু ফুটেজটি রাশিয়ায় আঘাত হানা সুনামির নয়। 

গুগলে রিভার্স ইমেজ সার্চে ২০১৭ সালের মার্চ মাসে ক্লিপটি শেয়ার করা একাধিক ইউটিউব পোস্ট পাওয়া যায়(আর্কাইভ লিংক এখানে এবং এখানে)। এটি দক্ষিণ আফ্রিকার উপকূলীয় শহর ডারবানের একটি সৈকত বলে এসব পোস্টে বলা হয়। 

Image
অসত্য পোস্ট (বামে) এবং ইউটিউবে প্রকাশিত ভিডিওর তুলনামূলক স্ক্রিনশট

স্থানীয় সংবাদমাধ্যম ইএনসিএ এবং সাউথল্যান্ডস সান-এর প্রতিবেদন অনুসারে, জোয়ারের কারণে সেই সময় সৈকতগুলো বন্ধ ছিল (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)। 

সংবাদ প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ডারবানের একটি সৈকতের গুগল ম্যাপের স্ট্রিট ভিউর ছবির সাথে ভিডিওটি তুলনা করে এএফপি এটির অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। 

Image
অসত্যভাবে ছড়ানো ভিডিও(বামে) এবং গুগল ম্যাপের একই দৃশ্য হাইলাইট করে তুলনামূলক স্ক্রিনশট

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ