
ইন্দোনেশিয়ার বিনোদন পার্ক ভাঙ্গার ভিডিওকে ভারতে মসজিদ গুড়িয়ে দেয়ার অসত্য দাবিতে প্রচার
- প্রকাশিত 23 মার্চ 2025, 12:06
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ১৩ মার্চ ২০২৫ তারিখে একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "এভাবে ভারতে মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, আফসোস এগুলো নিউজ হয় না"।
পোস্টে যুক্ত করা ভিডিওতে একটি খনন যন্ত্র দিয়ে একটি ভবনকে ধ্বংস করতে দেখা যায়।
একই দাবিতে ভিডিওটি ফেসবুকে বাংলায়, স্প্যানিশ এবং ইংরেজি ভাষায় ছড়ানো হয়েছে।

২০১৪ সালের মে মাসে ক্ষমতায় আরোহনের পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশেটির সংখ্যাগুরু হিন্দুধর্মের সাথে একীভূত একটি জাতীয়তাবাদী নীতি অনুসরণ করে আসছেন।
১৯৯২ সালে উগ্র হিন্দু কর্তৃক গুড়িয়ে দেয়া একটি মসজিদের ধ্বংসাবশেষের উপর ২০২৪ সালের জানুয়ারি মাসে একটি মন্দির উদ্বোধন করেন মোদী। মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর দেশটিতে সবচেয়ে ভয়ঙ্কর ধর্মীয় সংঘাত ছড়িয়ে পড়ে। এতে ২,০০০ মতো লোক নিহত হন, যাদের বেশিরভাগই মুসলিম।
এর আগে ২০২৩ সালে সড়ক সম্প্রসারণের নামে ভারতে আরো কিছু ঐতিহাসিক মসজিদ ধ্বংস করা হয়েছিল।
ইন্দোনেশিয়ার বিনোদন পার্ক
ভিডিওটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে ৭ মার্চ ২০২৫ তারিখে টিকটকে আপলোড করা একই ধরনের একটি ভিডিও পাওয়া যায়। ইন্দোনেশিয়ার ভাষায় ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "পুনকাক বোগোর হিবিস্কাস পর্যটন কেন্দ্র গুড়িয়ে দেয়ার ২য় দিন। *এই ভবনটি কোনও মসজিদ নয়, এটি একটি বিনোদন কেন্দ্রে ভারতীয় ধাঁচের একটি ভবন ছিল" (আর্কাইভ লিংক)।
অন্য একটি অনুসন্ধানে ৯ মার্চ ২০২৫ তারিখে ইউটিউবে আপলোড করা একটি ভিডিও পাওয়া যায়। ইন্দোনেশিয়ার ভাষায় ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "বন্যা কাটিয়ে ওঠার জন্য কাং দেদি মুলিয়াদির পদক্ষেপ || এমকা ভালোবাসার ৯টি ধাপ," (আর্কাইভ লিংক)।
ভিডিওটির ২.৪৯ মিনিটের দৃশ্যে অসত্য দাবিতে ছড়ানো পোস্টে দৃশ্যমান ভবনের মতো একই বৈশিষ্ট্যের একটি ভবনকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে দেখা যায়।
অসত্য দাবিতে ছড়ানো ছবি এবং ইউটিউবের দৃশ্যমান দুটি ভবনেই সবুজ-নীল রংয়ের আস্তর এবং সবজু কারুকাজসহ সাদা গম্বুজ রয়েছে। এছাড়া উভয় ছবির পেছনের দিকে পাইন গাছও দেখা যায়। দুটি ছবির দরজায়ও একই নকশা দেখা যায়।

৩.৫৮ মিনিটের শুরুতে "হিবিস্কাস ফ্যান্টাসি পার্ক" নামে একটি সংকেত দেখতে পায়। এই তিনটি কিওয়ার্ড নিয়ে অনুসন্ধানে গুগল মাপসে ইন্দোনেশিয়ায় একটি বিনোদন পার্ক খুঁজে পাওয়া যায়, যা স্থায়ীভাবে বন্ধ বলে সার্চ ইঞ্জিনের বরাতে জানা যায়।
এর পর ইন্দোনেশিয়ার ভাষায় "গুড়িয়ে দেয়া" শব্দ দিয়ে একাধিকবার সার্চ করলে ৯ মার্চ ২০২৫ তারিখে ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম টেম্পো কর্তৃক "হিবিস্কাস বিনোদন পার্ক গুড়িয়ে দেয়া হল, ডিপিআর: "সবকিছু পরিষ্কার করো, ক্ষতিপূরণের দরকার নেই " শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদনটিতে বলা হয়েছে যে ভূমি নীতি লঙ্ঘন করার দায়ে সরকার একটি বিনোদন পার্ক ভেঙ্গে দিচ্ছে। টেম্পোর অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ভূমি পরিবর্তনের ফলে ২মার্চ ২০২৫ জাবোদেতাবেক শহর আকস্মিক বন্যায় শিকার হয়েছে এমন সন্দেহের ভিত্তিতে পশ্চিম জাভার গভর্নর দেদি মুলাদির নির্দেশে হিবিস্কাস বিনোদন পার্কটি গুড়িয়ে দেয়া হয়।
অন্য একটি কিওয়ার্ড সার্চে এসপো কর্তৃক মার্চ মাসে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়, যেখানে বলা হয় যে পার্কটি ৭ মার্চ ২০২৫ তারিখে গুড়িয়ে দেয়া হয়েছে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ