
তরবারি নিয়ে অনুশীলনের ভিডিওটি দিল্লির নব নির্বাচিত মুখ্যমন্ত্রীর নয়
- প্রকাশিত 23 মার্চ 2025, 12:08
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শেয়ার করা একটি ফেসবুক পোস্টে বলা হয়, "দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জী। (পুরনো ভিডিও) মুখ্যমন্ত্রী পদে কেন যোগ্য সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন"।
পোস্টটিতে যুক্ত ক্লিপটিতে শাড়ি পরিহিত একজন নারীকে তরবারির লড়াইয়ের কৌশল প্রদর্শন করতে দেখা যায়।
২০ ফেব্রুয়ারি দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসেবে এমপি রেখা গুপ্ত শপথ গ্রহণের পর ক্লিপটি অনলাইনে ছড়ানো হয়েছে (আর্কাইভ লিংক)।

২০১৫ সাল থেকে ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি হারিয়ে ৫ ফেব্রুয়ারি দিল্লির স্থানীয় আইনসভা নির্বাচন জয় লাভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি। তার রাজনৈতিক দল মদের লাইসেন্সের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছে এমন অভিযোগে মোদির সমালোচক হিসেবে পরিচিত কেজরিওয়াল গত বছর বেশ কয়েক মাস কারাগারে ছিলেন (আর্কাইভ লিংক)।
জাতীয় ভাবে বিজেপি সরকার চালালেও দিল্লির স্থানীয় আইনসভায় ১৯৯৮ সাল থেকে দলটি কোন নিয়ন্ত্রণ রাখতে পারেনি, তাই নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে বিশাল ব্যবধানের জয় দলটির জন্য প্রতিকী এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল।
একই দাবিতে ভিডিওটি ফেসবুকে এখানে ও এখানে এবং হিন্দি ভাষায় এখানে ছড়ানো হয়েছে।
তরবারি যুদ্ধ একটি ঐতিহ্যবাহী ভারতীয় মার্শাল আর্ট কৌশল। ভারতে বয়োজেষ্ঠ নারীরা আত্মরক্ষার জন্য অল্পবয়সী মেয়েদের এই অনুশীলন শেখান (আর্কাইভ লিংক এখানে ও এখানে)।
সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তারা ভিডিওটিতে নতুন মুখ্যমন্ত্রীকে তার দক্ষতা প্রদর্শন করতে দেখে গর্বিত বোধ করেছেন।
একজন লিখেন, "আমরা কি দুর্ভাগা রেখা ম্যাডাম এর মত একজন মুখ্যমন্ত্রী কবে পাবো"।
আরেকজন লিখেন, "আর আমাদের মুখ্যমন্ত্রী, ভুলভাল বকা ছাড়া আর কিছুই হয়না ওনার দ্বারা!"
কিন্তু ভিডিওটি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নয়, নৃত্যশিল্পী ও অভিনেত্রী পায়েল যাদবের।
অপ্রাসঙ্গিক ভিডিও
গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় যে একই ভিডিও ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যাদবের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে (আর্কাইভ লিংক)।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "ছত্রপতি শিবাজি মহারাজের মহান কর্মের প্রতি শ্রদ্ধাঞ্জলি"।
শিবাজি ছিলেন ১৭ শতকে ভারতে মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা একজন ভারতীয় শাসক (আর্কাইভ লিংক)।
ক্যাপশন: অসত্য পোস্টে শেয়ার করা ক্লিপ (বামে) এবং যাদবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা ভিডিওটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট।
ইনস্টাগ্রামের অন্য একটি পোস্টে ভিডিওটির বিষয়ে একটি ব্যাখ্যা দিয়ে বলেন যে এটি তার ভিডিও, মুখ্যমন্ত্রীর নয় (আর্কাইভ লিংক)।
ব্যাখ্যায় তিনি লিখেন, "সম্প্রতি, এই ভিডিওটিকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তার ভিডিও বলে সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়ার বিষয়টি আমার নজরে এসেছে, তবে তথ্যটি ভুল"।
এএফপি যাদবের সঙ্গে যোগাযোগ করলে তিনি ইনস্টাগ্রাম বিবৃতিটি পাঠিয়ে নিশ্চিত করেন যে ভিডিওটির তার।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ