সাইফ আলী খানকে হাসপাতালে দেখতে যাওয়া ভারতীয় তারকাদের ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি

মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের একাধিক ছুরির আঘাতে আহত হওয়ার পর গত জানুয়ারিতে ভারতীয় অভিনেতা সাইফ আলী খানের অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে তাঁর জনসংযোগ দল। তবে হাসপাতালে তাঁকে দেখতে আসা তাঁর বলিউড সহকর্মীদের অনলাইনে ছড়ানো ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে ফেসবুকে প্রকাশিত একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, "বলিউড অভিনেতা ও অভিনেত্রীরা যখন সাইফ আলী খানকে হাসপাতালে দেখতে যান"।

পোস্টটির সাথে যুক্ত একটি ফটো ফ্রেমে হাসপাতালের বিছানায় থাকা সাইফ আলী খানের পাশে বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানকে দেখা যায়।

তার বাসভবনে চুরি করতে আসা দুর্বৃত্তের ছুরির আঘাতে অভিনেতা আহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে পোস্টটি ছড়াতে থাকে।

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের শীর্ষ কর্মকর্তা নীরজ উত্তমানি হিন্দুস্তান টাইমস সংবাদপত্রকে জানিয়েছেন যে, দুটি গভীর আঘাতসহ অভিনেতার ছয়টি আঘাত লেগেছে (আর্কাইভ লিংক)। 

Image
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

শাহরুখ খান আহত সাইফ আলি খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলে টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন করেছে। তবে বচ্চন এবং সালমান খানের হাসপাতালে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রতিবেদন পাওয়া যায়নি (আর্কাইভ লিংক)।

একই দাবিতে ফটো ফ্রেমটি ফেসবুকে অন্যত্র ছড়ানো হয়েছে।

প্রকৃতপক্ষে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা।

গুগলে রিভার্স ইমেজ সার্চে চারটি ছবিসহ একটি ইনস্টাগ্রাম পোস্ট পাওয়া যায়, যার দুটি ছবির সাথে অসত্য পোস্টের প্রথম ও দ্বিতীয় ছবির মিল রয়েছে (আর্কাইভ লিংক)।

২১ জানুয়ারি প্রকাশিত পোস্টটির ক্যাপশনে বলা হয়, "সাইফ আলী খানকে দেখতে হাসপাতাল গেলেন সালমান খান। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরী"। 

ফটো ফ্রেমের তৃতীয় ছবিটির জন্য গুগলে অন্য একটি রিভার্স ইমেজ সার্চে চারটি ছবিসহ ১৮ জানুয়ারি প্রকাশিত একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়, যেখানে একটি ছবির সাথে অসত্য পোস্টটির তৃতীয় ছবির মিল রয়েছে (আর্কাইভ লিংক)। 

পোস্টটির ক্যাপশনে বলা হয়, "সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে অমিতাভ বচ্চন। কৃত্রিম বৃদ্ধিমত্তা দিয়ে তৈরি"। 

ছবিগুলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো সেটি স্পস্ট করে এই ফেসবুক ব্যবহারকারী ১৭ থেকে ১৮ জানুয়ারি মধ্যে অসত্য পোস্টের অন্য ছবিগুলোও প্রকাশ করেছেন (আর্কাইভ লিংক এখানেএখানে)। 

এছাড়া, প্রতিটি ছবির নীচের ডানদিকে এক্সএআই কর্তৃক তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা 'গ্রোক' চ্যাটবটের নাম দেখা দৃশ্যমান। 

Image
Image
Image
অসত্য পোস্টের ছবিগুলো (বামে) এবং মূল পোস্টের ছবিগুলিতে(ডানে) থাকা 'গ্রোক' জলছাপ এএফপি কর্তৃক হাইলাইট করে একটি তুলনামূলক স্ক্রিনশট

মার্কিন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের পারডু মেশিন লার্নিং অ্যান্ড মিডিয়া ফরেনসিক ল্যাবের প্রধান শু হু, কিছু সূত্র তুলে ধরেছেন যাতে বোঝা যায় যে ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরী(আর্কাইভ লিংক)। 

১৯ ফেব্রুয়ারি তিনি এএফপিকে বলেন, "প্রথম ছবিতে, চোখের মনি অনুপস্থিত এবং দ্বিতীয় ছবিতে, রোগীর দুটি চোখের দৃষ্টি অসামঞ্জস্যপূর্ণ এবং তার হাত অনুপস্থিত, অন্যদিকে ডানদিক পাশে বসা ব্যক্তির আঙ্গুলগুলি অস্বাভাবিক দেখাচ্ছে।"

Image

তিনি বলেন, 'মুখের সামনের দিকে আলো থাকার বিষয়ে কোন নির্দেশক না থাকলেও' তৃতীয় ছবিতে চশমার উপর ঝলকানি দেখা যাচ্ছে। 

"পাশাপাশি, চশমা পরিহিত ব্যক্তির ডান চোখের তুলনায় বাম চোখকে অস্বাভাবিক দেখাচ্ছে" বলে যোগ করেন তিনি।  

Image
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো তৃতীয় ছবিটির চিত্রগত অসামঞ্জস্যতা এএফপি কর্তৃক হাইলাইট করে স্ত্রিনশট

আরেকজন এআই বিশেষজ্ঞ এবং ডিপফেইক সনাক্তকরণ সংস্থা গেটরিয়েল ল্যাবসের প্রধান তদন্তকারী কর্মকর্তা ইমানুয়েল সালিবা বলেন, ছবিগুলো যে গ্রোক ব্যবহার করে বানানো হয়েছে সেটি প্রমাণ করার জন্য জলছাপগুলোই যথেষ্ট (আর্কাইভ লিংক)।

তিনি আরও বলেন যে, ছবিগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানোর কয়েকটি লক্ষণ রয়েছে, যার মধ্যে রয়েছে "অস্পষ্ট অপরিচিত পটভূমি, চটচটে ত্বক এবং মুখের কিছু বৈশিষ্ট্য"।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ