
মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের অস্থিতিশীলতার সাথে হিন্দু দেবতার ছবিকে অসত্যভাবে যুক্ত করে প্রচার
- প্রকাশিত 28 ফেব্রুয়ারি 2025, 15:03
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Eyamin SAJID, এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রতি ইঙ্গিত করে গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের একটি ফেসবুক পোস্টে বলা হয়, "ধানমন্ডি ৩২ এর শিবলিঙ্গ এখন দেশজুুড়ে আলোচনায়"।
বিক্ষুব্ধ জনতা যখন বুলডোজার ও হাতুড়ি দিয়ে হাসিনার প্রয়াত পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়ির দেয়াল ভেঙে চূর্ণ করছিল, তখন ছবিটি অনলাইনে ছড়ানো হয় (আর্কাইভ লিংক)।
৭০০ বারের বেশি শেয়ার হওয়া পোস্টটিতে শিব দেবতার একটি মূর্তির ছবি যুক্ত করে তার উপর জুড়ে দেয়া লেখায় একই দাবি করা হয়েছে।

৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার উৎখাতের পর বাংলাদেশে ধর্মীয় সম্পর্ক অস্থিতিশীল রয়েছে। বিশেষ করে হাসিনার শাসনকালের প্রতি সমর্থনের অভিযোগে হিন্দুদের উপর বেশ কিছু জায়গায় প্রতিশোধমূলক হামলার ঘটনা ঘটে (আর্কাইভ লিংক)।
ভারতে নির্বাসনে থাকে ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ফেসবুকে লাইভ ভাষণ দিবেন এমন সংবাদ সম্প্রতিক এ বিক্ষোভকে উস্কে দেয়। এদিকে গণহত্যার অভিযোগে ঢাকায় বিচারের মুখোমুখী না হয়ে গ্রেপ্তারি পরোয়ানা অমান্য করে ভারতে অবস্থান করছেন হাসিনা।
একই ধরনের অসত্য দাবিতে শিবের মূর্তির ছবিটি অন্যত্র ফেসবুকে এবং অনলাইন সংবাদ মাধ্যম বার্তা বাজারের ওয়েবসাইটে ছড়ানো হয়েছে।
তবে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় যে ছবিটির একটি বৃহৎ সংস্করণ ২০২০ সালের ৮ মে এক্স-এর পোস্ট করা হয়েছিল (আর্কাইভ লিংক)।
পোস্টের ক্যাপশনে বলা হয়, অন্ধ্রপ্রদেশের গুডিমাল্লামের পরশুরামেশ্বর মন্দির। অনন্য শিবলিঙ্গটি এই গ্রহের সবচেয়ে প্রাচীন মূর্তি। শিব মন্দিরটি ৩০০ খ্রিস্টপূর্বাব্দের বলে এখন পর্যন্ত শনাক্ত করা গেছে।

আরো কীওয়ার্ড সার্চে ২০২৩ সালের ৭ নভেম্বর ইন্ডিয়া ডট কম সংবাদ মাধ্যমে প্রকাশিত একগুচ্ছ ছবির সাথে এই ছবিটিও পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
ছবির অ্যালবামের শিরোনাম দেয়া হয়, "১০টি অত্যন্ত বিরল শিবলিঙ্গ"। ছবিটির উপর জুড়ে দেয়া লেখায় বলা হয় "গুডিমাল্লম পরশুরামেশ্বর মন্দির। অন্ধ্রপ্রদেশ"।
পরশুরামেশ্বর মন্দির নামে পরিচত গুডিমল্লম পরশুরামেশ্বর মন্দিরটি ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের দক্ষিণ তিরুপতি শহরে অবস্থিত। অসত্য পোস্টে ছড়ানো ছবিটি মন্দিরের ওয়েবসাইটেও দেখা যায় (আর্কাইভ লিংক)।
রামচন্দ্র রেড্ডি নামে মন্দিরের একজন মুখপাত্র ১০ ফেব্রুয়ারি এএফপিকে বলেন: "এই প্রাচীন মূর্তিটি গুড্ডিমালার পরশুরামেশ্বর মন্দিরে অবস্থিত ভগবান শিবের। মূর্তিটির অনেক ছবি ইন্টারনেটে দেখা যায়, কিন্তু আমরা বলতে পারি না কে ছবটি তুলেছে"।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্যের এক ঢেউ দেখা গেছে, যেগুলো এএফপি এখানে, এখানে এবং এখানে খণ্ডন করেছে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ