ড্যাশক্যাম ফুটেজটি ২০২৪ সালে জাপানের ভূমিকম্পের, তিব্বতের ভূকম্পনের নয়
- প্রকাশিত 16 জানুয়ারি 2025, 08:23
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৮ ডিসেম্বর ২০২৫ ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওর ক্যাপশনে বলা হয়, "তিব্বতে ভয়াবহ ভুমিকম্প, আমাদের জন্য সতর্কীকরণ:"।
পোস্টে ৬৮ হাজারের বেশি ভিউ হওয়া ভিডিওটিতে একটি ড্যাশক্যাম ফুটেজে একটি শক্তিশালী কম্পনে ধ্বসে পড়া একটি ভবন এবং ভঙ্করভাবে কেঁপে উঠা অন্য একটি ভবনের মাঝে আটকে পড়া এক আতঙ্কগ্রস্ত সাইকেল চালককে দেখা যায়।
৭ জানুয়ারি একটি বিধ্বংসী ভূমিকম্পে চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চল প্রকম্পিত হয়ে ১২৬জনের মৃত্যুর একদিন পর ভিডিওটি অনলাইনে ছড়ানো হয়(আর্কাইভ লিংক)।
মাউন্ট এভারেস্ট থেকে ৮০ কিলোমিটার দূরে নেপালের সাথে চীনের সীমান্তবর্তী তিব্বতের ডিংরি কাউন্টিতে আঘাতহানা এই ভূমিকম্পে আরো ১৮৮জন আহত হন এবং কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়। কোন হতাহতের খবর পাওয়া না গেলেও প্রতিবেশী দেশ নেপাল এবং ভারতে এই ভূকম্পন অনুভূত হয়।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১।
ভিডিওটি বাংলা ভাষা ছাড়াও নেপালী, ইংরেজী, উর্দু, মালে, ইন্দোনেশিয়ান, থাই এবং ভিয়েতনামি ভাষায় ছড়ানো হয়েছে।
তবে ক্লিপটি পুরনো এবং ২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনে জাপানের প্রত্যন্ত নোটো পেনিনসুলাতে আঘাতহানা ভূমিকম্পের সময় ধারণ করা হয়েছে। ওই ভূমিকম্পে ৪৭০ এর কাছাকাছি মানুষ নিহত হয় এবং ঘরবাড়ি ও অবকাঠামোতে বর্জ্যতে ঢেকে দেয়।
জাপানে নববর্ষের দিনের ভূমিকম্প
গুগলে রিভার্স ইমেজ সার্চে নোটো ভূমিকম্প নিয়ে ৮ ফেব্রুয়ারি জাপানি সংবাদপত্র দ্য মাইনিচি-এ প্রকাশিত ড্যাশক্যাপ ফুটেজের একটি ভিডিও সংকলন পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
ভিডিওটির ২ মিনিট ১২ সেকেন্ডে ফুটেজে ওই সাইকেল চালককে দেখা যায়।
নিচে অসত্য পোস্টের ক্লিপ (বামে) এবং দ্য মাইনিচি'র প্রকাশিত ফুটেজের (ডানে) তুলনামূক স্ক্রিনশট দেয়া হল:
দ্য মাইনিচির মতে ফুটেজটি ২০২৪ সালের ১ জানুয়ারি ভূমিকম্প আক্রান্ত ইশিকাওয়া অঞ্চলে সমাজকল্যাণ সংস্থা চৌজুকাই-এর একটি গাড়ির ড্যাশক্যামে ধারণ করা হয়েছিল।
এছাড়া জাপানের সম্প্রচার মাধ্যম অল-নিপ্পন নিউজ এবং জাপান নিউজ নেটওয়ার্ক ফুটেজটি ইউটিউবে প্রচার করেছিল (আর্কাইভ লিংক এখানে ও এখানে)।
মূল ফুটেজটিতে নোটো উপদ্বীপের ইশিকাওয়া অঞ্চলের ২৪৯ ন্যাশনাল রুটের যে অংশে ভিডিওটি ধারণ করা হয়েছিল তার স্থানাঙ্ক বিদ্যমান ছিল (আর্কাইভ লিংক)।
সেপ্টেম্বর ২০২৩ সালের গুগল স্ট্রিট ভিউ ইমেজারিতে দৃশ্যমান নীল সাইন বোর্ডসহ একই দোকান এবং জাপানের চিরাচরিত ছাদসহ বাড়িটি দেখা যায় (আর্কাইভ লিংক)।
নিচে দ্য মাইনিচির প্রকাশিত ফুটেজ (বামে) এবং স্ট্রিট ভিউ ইমেজারির (ডানে) মধ্যে যেসব মিল রয়েছে সেগুলো হাইলাইট করে একটি তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ