![](/sites/default/files/medias/factchecking/g2/2024-12/61d31c44bf6ffb16a0284971d30ceefae554b725.jpeg)
বাংলাদেশ সরকারের নামে 'ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে' বানোয়াট বার্তা অনলাইনে প্রচার
- প্রকাশিত 15 ডিসেম্বর 2024, 14:08
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একজন নেতা সুশান্ত দাস গুপ্ত গত ৬ নভেম্বর কথিত বার্তাটি ফেসবুকে শেয়ার করেছেন।
ইউনূসের কথিত স্বাক্ষরসহ বার্তাটিতে বলা হয়, "মুক্ত বিশ্বের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে চাই। নবনির্বাচিত প্রেসিডেন্ট হলেন সেই মাসীহ যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম।"
"তিনি মানবতার জন্য নতুন ধারণার সূচনা করবেন এবং সাহসের সাথে মানবতাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে আমরা কখনও যাইনি। সত্য বলতে আমি ২০১৬ সাল থেকে তার নীরব ভক্ত। প্রেসিডেন্ট ট্রাম্পকে আবারো উষ্ণ শুভেচ্ছা।"
ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়: "সুদী ইউনূস ট্রাম্প ভাইকে শুভেচ্ছা জানিয়ে প্রেস রিলিজ? ফ্যাক্টচেকার তোমরা কোথায়? তাড়াতাড়ি পাত্তা লাগাও।"
![](/sites/default/files/styles/image_in_article/public/medias/factchecking/g2/2024-12/1cbd2ea339f4d92913b886c62503d5709861fe96.jpeg?itok=zkHM9cds)
গত আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রকম্পিত হয় বাংলাদেশ। অভ্যুত্থানে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করে তার ১৫ বছরের শাসনের অবসান করা হয়।
তার ক্ষমতাচ্যুতির আগের কয়ক সপ্তাহ ধরে পুলিশের গুলিতে কয়েকশ লোককে হত্যা করা হয়েছে। তার উৎখাতের পর কয়েক ঘন্টায় আরো বেশ কিছু লোক প্রাণ হারান, যার বেশিরই ভাগাই ছিল আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড।
শান্তিতে নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশে নতুন একটি নির্বাচন সামনে রেখে গণতান্ত্রিক সংস্কারে কাজ করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর তার প্রতি ইউনূসের চিঠি হিসেবে কথিত ছবিটি ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়েছে।
তবে চিঠিটিতে জালিয়াতির চিহ্ন পাওয়া গেছে।
কথিত অভিনন্দন বার্তাটির উপরের অংশে 'প্রেস রিলিজ' লেখা দেখা যায়। অপর দিকে, ৬ নভেম্বর ইউনূসের অফিসিয়াল এক্স একাউন্টে পোস্ট করা প্রকৃত চিঠিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম সরাসরি উল্লেখ করা হয় (আর্কাইভ লিংক)।
প্রকৃত চিঠিতে আরো দেখা যায় যে, 'প্রফেসর মুহম্মদ ইউনূস' শব্দগুলো মুদ্রিত, আর বানোয়াট চিটিটিতে 'মুহাম্মদ ইউনূস' শব্দগুলো হাতে লিখা।
প্রকৃত চিঠিতে ট্রাম্পকে 'মাসীহ' হিসেবে বর্ণনা করা হয়নি। চিঠির একটি অংশে বলা হয়, "২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ের জন্য আমি আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগনের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।
"দ্বিতীয় মেয়াদে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে এটি প্রতিফলিত হয় যে, আপনার নেতৃত্ব এবং দূরদৃষ্টি আমেরিকার জনগণের কাছে অনুরণিত হয়েছে। আমি নিশ্চিত যে আপনার তত্ত্বাবধানে, মার্কিন যুক্তরাষ্ট্র আরো উন্নতি করবে এবং সারা বিশ্বে অন্যদের অনুপ্রাণিত করবে।"
নিচে অনলাইনে ছড়ানো অসত্য পোস্টের ছবি (বামে) এবং ইউনূসের এক্স একাউন্টে পোস্ট করা চিঠির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
![](/sites/default/files/styles/image_in_article/public/medias/factchecking/g2/2024-12/cf435a04716206246d69fdb4d9b5f7761ad8844c.jpeg?itok=smsAUhlI)
ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে ফেসবুকে ছড়ানো চিঠিটি বানোয়াট।
তিনি এএফপিকে বলেন, "আমরা অফিসিয়াল সামাজিক মাধ্যমে প্রকৃত চিঠিটি পোস্ট করেছি এবং গণমাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে।"
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ইউনূসের প্রকৃত চিঠিটি গণমাধ্যমের প্রতিবেদনে ব্যাপক ভাবে প্রকাশিত হয়েছে (আর্কাইভ এখানে ও এখানে)।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ