নির্বাসনে থাকা শেখ হাসিনার হিন্দু রীতিতে আশীর্বাদ গ্রহণের এই ছবিটি বিকৃত

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বেশিরভাগই দেশটির সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সমর্থক হিসেবে পরিচিত হলেও ভারতে অবস্থানকালে হিন্দু ধর্মীয় নেতাদের কাছ থেকে হাসিনার আশীর্বাদ গ্রহণের একটি ছবি ফেসবুকে ছড়িয়েছে যা বিকৃত। ওই ছবিতে ভারতের বিরোধী রাজনৈতিক নেতা রাহুল গান্ধীর ছবির বদলে হাসিনার ছবিটি সম্পাদনার মাধ্যমে যুক্ত করা হয়েছে। রাহুল ২০২২ সালের সেপ্টেম্বর মাসে একটি ধর্মীয় পূন্যস্থান ভ্রমণের সময় ছবিটি তুলেছিলেন।

গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে ফেসবুকে ছবিটি এখানে পোস্ট করা হয়েছে যা ৬ হাজারবারের বেশি শেয়ার করা হয়েছে।

ছবিটিতে দেখা যাচ্ছে, শেখ হাসিনা হিন্দু একজন ধর্মগুরুর কাছ থেকে তার কপালে তিলক গ্রহণ করছেন।

ছবির উপরে বাংলায় লেখা রয়েছে, "বুবু বাংলায় মুসলমান। একজন মুসলমানের পরিচয় কি?"

ক্যাপশনে লেখা হয়েছে, "হায়রে বুবু যখন বাংলায় মুসলমান, হিন্দুতে হিন্দুস্তান-জয়রাম শ্রীকৃষ্ণ।"

Image

৭৭ বছর বয়সী হাসিনা গত আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে ঢাকায় ঘটা অভ্যুত্থানের মুখে হেলিকপ্টারে করে প্রতিবেশী ভারতে পলায়ন করেন-- এতে তার দীর্ঘ স্বৈরাচারী শাসনের নাটকীয় পতন ঘটে।

হাসিনার এমন পতনের পর তার সবচেয়ে কট্টর সমর্থক নয়া দিল্লীর সাথে ঢাকার সম্পর্কে টানাপড়েন চলছে (আর্কাইভ লিংক)।

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস "ভারতের আগ্রাসনের" সমালোচনা করে দেশটির বিরুদ্ধে তার সরকারকে অস্থিতিশীল করার অভিযোগ এনেছেন।

অপরদিকে ভারত মুসলিমপ্রধান বাংলাদেশকে হিন্দু সংখ্যালঘুদের-- যাদেরকে অনেকে হাসিনা সরকারের অকুণ্ঠ সমর্থক হিসেবে দেখে থাকেন-- প্রতিশোধমূলক হামলা থেকে রক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে (আর্কাইভ লিংক)।

ছবিটি অনলাইনে অন্যান্য জায়গায় যেমন ফেসবুকে এখানে এবং টিকটকে এখানে ছড়িয়েছে এবং ব্যবহারকারীদের অনেকে এটিকে সত্য বলেই মনে করছেন।

একজন মন্তব্য করেছেন, "এই মহিলা সব সময়ই মুসলমানদের বিরুদ্ধে ছিল।" আরেকজনের মন্তব্য, "এটিই তার সত্যিকারের চেহারা"।

কিন্তু প্রকৃতপক্ষে এই ছবিটি হাসিনার পতনের কয়েক বছর আগের একটি ছবিকে বিকৃত করে তৈরি করা।

সম্পাদিত ছবি

গুগলে রিভার্স ইমেজ সার্চ করে এবিপি নিউজ নামে সংবাদমাধ্যমে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বরের প্রতিবেদনে একই রকম একটি ছবি পাওয়া গেছে যেখানে হাসিনার পরিবর্তীতে ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে (আর্কাইভ লিংক)।

হিন্দু ভাষার ওই প্রতিবেদন মতে, ওই সময় গান্ধী ভারতের কেরালা রাজ্যের শিবাগিরীতে অবস্থিত শ্রী নারায়ণ গুরুর মাজার ভ্রমণ করছিলেন।

কীওয়ার্ড সার্চ করে ছবিটি রাহুল গান্ধীর দল কংগ্রসের এক্স একাউন্টে ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর প্রকাশ করা হয় বলে পাওয়া গেছে (আর্কাইভ লিংক)।

নীচে ফেসবুকে ছড়ানো ছবি (বামে) এবং কংগ্রেসের একাউন্টে প্রকাশিত ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

হাসিনার ছবিটি রাহুল গান্ধীর ছবির ওপরে এডিট করে বসিয়ে দেয়া হয়েছে, এবং ভারতের বিরোধীদলের নেতার বাম কাঁধের অংশ এবং ডান হাত হাসিনার শরীরের দুইপাশে দেখা যাচ্ছে।

Image

শেখ হাসিনা ছবিটি এএফপির তোলা একটি ছবির ফ্লিপ করা ভার্সন।

Image

২০১৯ সালের ৫ অক্টোবর তোলা এএফপির ছবিটির ক্যাপশন ছিল, "নয়া দিল্লীতে এক বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাত মেলাচ্ছেন।"

ওই বছর ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর হাসিনা ভারত সফরে ছিলেন (আর্কাইভ লিংক)।

এএফপি আগেও হাসিনাকে লক্ষ্য করে ছড়ানো বিভিন্ন ভুল তথ্য খণ্ডন করেছে এখানে এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ