ভারতের প্রধানমন্ত্রীর জন্য নয়, বিজয়ী ভাষণে ট্রাম্প ভক্তরা কেনেডি জুনিয়রের জন্য স্লোগান দিয়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সুস্পষ্ট জয়ের পর তার বিজয়ী বক্তব্যের একটি ক্লিপ ভারতে সামাজিক মাধ্যমের পোস্টে ব্যাপক সাড়া ফেলেছে যেখানে অসত্যভাবে দাবি করা হয়েছে যে, তার সমর্থকরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে স্লোগান দিয়েছেন। মোদির দলের অনেক রাজনীতিক দাবিটিকে তার এবং ট্রাম্পের মধ্যকার উষ্ণ সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত বলে প্রচার করেছেন। তবে, অনুষ্ঠানে অংশ নেয়া জনতা 'মোদি' নয়, বরং ট্রাম্পের সহযোগী রবার্ট কেনেডি জুনিয়রের ডাকনাম 'ববি' বলে স্লোগান দিয়েছেন।

৬ নভেম্বর ফেসবুকে শেয়ার করার পর ৫,৪০০ বারের বেশি ভিউ হওয়া একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, "আজ জেতার পর ডোনাল ট্রাম্পের সভায় উঠলো মোদি মোদি স্লোগান। জয় শ্রী রাম।"

পোস্টে নির্বাচনের রাতে ফ্লোরিডায় ভক্তদের একটি সমাবেশের সামনে নিজের জয় ঘোষণা দেয়া ট্রাম্পের একটি ভিডিও যুক্ত করা হয়েছে।

Image
২০ নভেম্বর ২০২৪ তারিখে নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

"ঐতিহাসিক নির্বাচনে জয় লাভের" জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে মোদি বলেছেন যে, তিনি রিপাবলিকান এই নেতার সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন (আর্কাইভ লিংক)।

ট্রাম্প এবং হিন্দু জাতীয়তাবাদী মোদির সর্ম্পক খুবই উষ্ণ। ভারতে ডান-পন্থীদের মধ্যে ট্রাম্পের একটি বড় সংখ্যক অনুসারী রয়েছে, যারা মুসলমানদের প্রতি তাদের বিদ্বেষের প্রেক্ষিতে ট্রাম্পকে আত্মার আত্মীয় মনে করে।

একই দাবিতে ভিডিওটি ফেসবুকে এখানে এখানে ছড়ানো হয়েছে।

'ববি! ববি!'

গুগল রিভার্স ইমেজ সার্চে ৬ নভেম্বর আমেরিকান সরকারি সম্প্রচার সংস্থা পিবিএস নিউজআওয়ার এর ইউটিউবে সরাসরি সম্প্রচার হওয়া ভিডিওটির পূর্ণ ভার্সন পাওয়া গেছে (আর্কাইভ লিংক)।

অসত্য পোস্টে শেয়ার করা ক্লিপটি সরাসরি সম্প্রচার হওয়া ভিডিওটির ৭ ঘন্টা ৫২ মিনিট ২২ সেকেন্ডের পর থেকে পাওয়া যায়।

এএফপির একজন সাংবাদিক ট্রাম্পের পুরো বক্তবটি দেখেছেন, যেখানে ট্রাম্প মূলত রবার্ট কেনেডি জুনিয়ার সম্পর্কে কথা বলছিলেন এবং জনতা তার ডাক নাম 'ববি' বলে স্লোগান দিয়েছেন।

ট্রাম্প বলেছেন: "আমি এই মহান দলের পক্ষ থেকে বলতে চাই যে তারা কঠোর পরিশ্রমী মানুষ। এরা খুবই চমৎকার মানুষ এবং আমি রবার্ট এফ কেনেডি জুনিয়ারের মতো কিছু নামও নিতে পারি।"

তিনি আরো বলেন: "এবং সে আমেরিকাকে আবারো সুস্থ করার জন্য সাহায্য করবে।" এ পর্যায়ে সমর্থকরা "ববি! ববি!" স্লোগান দেন।"

বক্তব্যের এই অংশে ট্রাম্প অন্তত তিন বার কেনেডিকে "ববি" বলে সম্বোধন করেন।

রিপাবলিকানদের প্রতিনিধিত্ব করতে নিজের প্রার্থীতার শেষ করার পর সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজাকে একটি "বড় ভূমিকার" প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। "স্বাস্থ্য খাত"সহ  ট্রাম্প রবার্ট এফ কেনেডিকে বিস্তৃত ভূমিকায় নিয়োজিত করেছেন (আর্কাইভ লিংক)।

তবে ট্রাম্প তার বক্তব্যে মোদির নাম উচ্চারণ করেননি।  

ভ্যাকসিনেশন নিয়ে কেনেডির নেতৃত্বাধীন অ্যাডভোকেসি গ্রুপ থেকে ছড়ানো দাবি খণ্ডন করে একাধিকবার প্রতিবেদন করেছে এএফপি

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ