প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভের ছবিকে ইসরায়েলে ইরানের হামলার অসত্য দাবিতে প্রচার

১ অক্টোবর ২০২৪ ইসরায়েলের ওপর ব্যাপক ক্ষেপনাস্ত্র নিক্ষেপের প্রেক্ষাপটে ইসরায়েলের পতাকা মোড়ানো কিছু কফিনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সেগুলোকে হামলায় নিহত ইসরায়েলি সৈন্যদের বলে দাবি করা হয়েছে। তবে ছবিটির সাথে ২০২৩ সালের অক্টোবর হামাসের কাছে ধরা পড়ে জিম্মি অবস্থায় মৃত্যুবরণকারীদের স্মরণে ৫ সেপ্টেম্বর তেল আবিবে অনুষ্ঠিত একটি বিক্ষোভের সাথে মিল পাওয়া যায়।

২ অক্টোবর একটি ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশনে বলা হয়, 'আলহামদুলিল্লাহ এমন সকাল প্রতিদিন আসুক! ইরানের রকেট হামলায়।"

Image
৪ নভেম্বর নেয়া ফেসবুক পোস্টটির স্ক্রিনশট

হিজবুল্লাহর নেতা হাসান নসরুল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ স্বরুপ ১ লা অক্টোবর ইসরায়েলের ওপর ইরান প্রায় ২০০টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপের পর একই দাবিতে ছবিটি ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়েছে।

তবে ছবিটির সাথে ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপনাস্ত্র হামলার কোন সম্পর্ক নেই।

গুগলে রিভার্স ইমেজ সার্চে সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিসহ ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন একটি এক্স হ্যান্ডেলের পোস্ট পাওয়া যায়।

প্রতিবেদনটি ছিল ২০২৩ সালের অক্টোবর হামাসের কাছে ধরা পড়ে জিম্মি অবস্থায় মৃত্যুবরণকারীদের স্মরণে ৫ সেপ্টেম্বর তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ২৭টি প্রতীকী কফিন রেখে অনুষ্ঠিত একটি প্রতিবাদ বিক্ষোভের বিষয়ে।

তেল আবিবের ওই প্রতিবাদের ছবি এএফপিও ধারণ করেছে।

এএফপির ছবির সাথে ভাইরাল ছবিটিতে দৃশ্যমান উপস্থিতি এবং আশপাশের ভবনসহ নানা বিষয়ের মিল পাওয়া যায়।

গত ৪ অক্টোবর ২০২৪ তারিখে নেয়া এএফপি ফটোগ্রাফ এবং এক্স পোস্টের তুলনামূলক স্ক্রিনশট:

Image

অন্যদিকে, অতি সম্প্রতি ২ অক্টোবর ২০২৪ লেবাননে নিয়োজিত সৈন্যদের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিবেদনে বলা হয় যে, দেশটিতে তাদের স্থল অভিযানের শুরু থেকে আট সৈন্য নিহত হয়েছে।

তবে লেবাননে অভিযান শুরুর পর থেকে সেখানে ২৭ জন সৈন্য নিহতের বিষয়ে গণমাধ্যমে কিংবা ইসরায়েলি মিলিটারির ওয়েবসাইটে অথবা সামাজিক মাধ্যমের একাউন্টে (, , ) কোনো প্রতিবেদন পায়নি এএফপি ফ্যাক্ট চেক।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ঘিরে ছড়ানো বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করে প্রতিবেদন করেছে এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ