'মন্দিরে আলেমদের মোনাজাতের' বিকৃত ছবি অনলাইনে প্রচার

সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনাপ্রবাহের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দুরা যখন কঠোর নিরাপত্তার মধ্যে ঐতিহ্যবাহী দূর্গা পূজা পালন করেছে, তখন একটি হিন্দু মন্দিরে কয়েকজন আলেমের প্রার্থনার একটি বিকৃত ছবি অনলাইনে ছড়ানো হয়েছে। তবে প্রকৃত ছবিতে তাদেরকে একজন ইসলামি পন্ডিতের সমাধির সামনে প্রার্থনা করতে দেখা যায়।

গত ১০ অক্টোবর ২০২৪ একটি ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করে বলা হয়, "মন্দিরে গিয়ে এসব কি হচ্ছে !"

ছবিতে চারজন ব্যক্তিকে পেছনে হিন্দু দেবীর মূর্তি রেখে মোনাজাতের মতো করে হাত তুলতে দেখা যায়। ছবিতে পঞ্চম ব্যক্তির মাথাও দৃশ্যমান।

Image
অসত্য পোস্টের স্ক্রিনশট

স্থানীয় সংবাদ প্রতিষ্ঠান ঢাকা ট্রিবিউনের মতে চট্টগ্রামে দূর্গা পূজা উৎসবে আয়োজকদের অনুরোধে ইসলামী গান পরিবেশনের পর "ধর্মীয় অনুভূতিতে আঘাতের" দায়ে সাত ব্যক্তিকে অভিযুক্ত করার পর বিকৃত ছবিটি অনলাইনে ছড়াতে শুরু করে (আর্কাইভ লিংক)।

এএফপির প্রতিবেদন বলা হয়, গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার দল আওয়ামী লীগের কঠোর সমর্থক হিসেবে পরিচিত সংখ্যালঘু সম্প্রদায়। হাসিনা পলায়নের পর হিন্দুদের ওপর হামলার ঝড়ের মধ্যে কঠোর নিরাপত্তার মধ্যে উৎসবটি পালিত হয়েছে (আর্কাইভ লিংক)।

একই দাবিতে ছবিটি ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়েছে।

তবে ছবিটি ডিজিটাল পদ্ধতিতে বানানো।

বিকৃত ইমেজ

গুগল রিভার্স সার্চে ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি একটি ফেসবুক পোস্টে শেয়ার করা ছবিটি পাওয়া যায়, যেখানে মুসলিম আলেমদের দেখা যায় (আর্কাইভ লিংক)।

পোস্টটির ক্যাপশনে বলা হয়, মুসলিম আলেমরা বাংলাদেশের একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিতের সমাধিতে প্রার্থনা করছিলেন।

নিচে অসত্য ফেসবুক পোস্টে ব্যবহৃত ছবির (বামে) এবং ২০২৩ সালের পোস্টে শেয়ার করা ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
অসত্য ফেসবুক পোস্টে ব্যবহৃত ছবির (বামে) এবং ২০২৩ সালের পোস্টে শেয়ার করা ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

গুগল স্ট্রিট ভিউ-র ছবিতেও দেখা যায় যে মূল ছবিটি করিম যে কবরে সমাহিত সেই সমাধিতে তোলা হয়েছে (আর্কাইভ লিংক)।

নিচে ২০২৩ ফেসবুক পোস্টের ছবি (বামে) এবং গুগল স্ট্রিট ভিউতে দৃশ্যমান সমাধির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
২০২৩ ফেসবুক পোস্টের ছবি (বামে) এবং গুগল স্ট্রিট ভিউতে দৃশ্যমান সমাধির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা ঘিরে অন্যান্য বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করেছে এএফপি

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ