ভারতীয় ইনফ্লুয়েন্সারের ভিডিওকে বিসিবি সভাপতির হিসেবে অসত্যভাবে প্রচার 

ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সাথে বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের যোগসূত্রের কারণে সাকিবের নিরাপত্তার আশংকা ছড়িয়ে পড়ার সাথে সাথে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্টে ছড়িয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে, দেশটি ক্রিকেট বোর্ডের প্রধান একটি নাইটক্লাবে নাচছেন। বাস্তবে অনলাইনে হাজার হাজার ভিউ পাওয়া ভিডিওটিতে দৃশ্যমান নৃত্যরত ব্যক্তিটি একজন ভারতীয় দোকানদার ও কন্টেন্ট ক্রিয়েটর।

"বিসিবির নতুন সভাপতি ফারুক দুষ্টু কোকিল নিয়েই ব্যস্ত, সে শাকিব কে কিবা নিরাপত্তা দিবে" ক্যাপশন দিয়ে ভিডিওটি গত ২৯ সেপ্টেম্বর ফেসবুকে শেয়ার করা হয়েছে।

ক্লিপটিতে-- যেটি ৩৭০০০ এর বেশি ভিউ পেয়েছে-- একটি ক্লাবে একজন লোককে দুই মহিলার সাথে বাংলা হিট "দুষ্টু কোকিল" গানের তালে নাচতে দেখা যাচ্ছে৷

Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ফারুক আহমেদ বলেছেন, অবসরে যাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান যদি তার শেষ টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে ফিরে আসেন তবে বোর্ড তার নিরাপত্তার নিশ্চয়তা দিতে সক্ষম নয় (আর্কাইভ লিঙ্ক)।

একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি সাকিব আগস্টে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সরকারের একজন প্রাক্তন আইনপ্রণেতা ছিলেন, যা তাকে জনগণের ক্ষোভের লক্ষ্যে পরিণত করেছে।

ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন-- যদিও তিনি আশা প্রকাশ করেছিলেন যে, তিনি দেশে শেষ টেস্ট সিরিজটি খেলতে চান (আর্কাইভ লিঙ্ক)।

তিনি হাসিনার দলের কয়েক ডজন নেতাকর্মীদের মধ্যে রয়েছেন যারা বিক্ষোভকারীদের উপর মারাত্মক পুলিশি দমন-পীড়নের জন্য হত্যা অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছেন।

এএফপি কয়েক ডজন ফেসবুক পোস্টে শেয়ার করা ভিডিওটি খুঁজে পেয়েছে যেটি হাজার হাজারবার দেখা হয়েছে।

যদিও কিছু ফেসবুক ব্যবহারকারী ভিডিওটিকে "ভুয়া" বলে উল্লেখ করেছেন, কিন্তু অন্যরা বিশ্বাস করেছেন যে, এতে ফারুক একটি নাইটক্লাবে নাচছেন।

"এই দালালকে (বিসিবি) সভাপতি পদ থেকে সরিয়ে দাও," একজন মন্তব্য করেছেন।

আরেকজন লিখেছেন, "ভাই এই স্বাধীন ভূমিতে তিনি উপভোগ করছেন।"

ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর

গুগলে রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটি ভারত-ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর সাবেত্রী ডেবুরি (আর্কাইভ লিঙ্ক) কর্তৃক ইনস্টাগ্রামে ১৩ সেপ্টেম্বর শেয়ার করা পোস্ট পাওয়া গেছে (আর্কাইভ এখানে)।

নীচে অসত্য পোস্টে শেয়ার করা ক্লিপটির (বামে) এবং ডেবারির ইনস্টাগ্রাম পোস্টের ক্লিপটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

ডেবুরি ওই পুরুষ এবং নারীর সাথে তার একাধিক ভিডিও এখানে, এখানে এবং এখানে পোস্টে করেছেন।

Image

ভিডিওগুলির মধ্যে একটিতে ওই পুরুষ ব্যক্তিকে "অরুণ" বলে শনাক্ত করা হয়েছে।

ফেসবুকে অনুসন্ধান করে পাওয়া গেছে ১২ সেপ্টেম্বর ২১০০০ এরও বেশি ফলোয়ার সহ অরুণ নস্কর নামে একজন কন্টেন্ট ক্রিয়েটরের পোস্ট যেখানে তিনি ভাইরাল ভিডিওটি শেয়ার করেছন।

তিনি বাংলা ক্যাপশন সহ ক্লিপটি পোস্ট করেছেন: "বিশ্ব সুন্দরীদের একটি কার্নিভাল কিন্তু এই কার্নিভালে ডিজে অরুণের হৃদয় একা"।

Image

নস্কর এএফপিকে নিশ্চিত করেছেন যে, তিনিই সেই ভিডিওতে দেখা যাওয়া লোক।

২৪ অক্টোবর এএফপি-কে তিনি বলেন, "আমি কলকাতার একজন ডিজিটাল নির্মাতা। ভিডিওতে দেখা অন্য দুজনও কলকাতারই। ভাইরাল ভিডিওটি গত সেপ্টেম্বরে রেকর্ড করা হয়েছিল।"

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ