ক্লিপটি ঢাকায় বাংলাদেশি অভিনেত্রীকে হয়রানির, 'হিজাব না পরার কারণে' নয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত কয়েক মাসে হিজাব না পরার কারণে বাংলাদেশে নারীদের লাঞ্ছিত করার বিষয়ে সংবাদ প্রকাশের পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও কয়েক হাজারবার শেয়ার করে সেটিকে হিজাব না পরার কারণে একজন আমেরিকান নারীকে হয়রানির ভিডিও বলে অসত্যভাবে দাবি করা হয়েছে। দাবিটি প্রতিবেশি দেশ ভারতে ছড়ানো হয়েছে। তবে ফুটেজটি বাংলাদেশি অভিনেত্রী মিষ্টি সুবাসের। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকায় প্রকাশ্যে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের পরপরই তাকে হয়রানি করা হয়।

গত ১ অক্টোবর ভারতের পশ্চিম বাংলার কালনা ভিত্তিক একটি ফেসবুক পোস্টে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে বলা হয়, "একজন আমেরিকান নারী হিজাব না পরার কারণে বাংলাদেশিদের দ্বারা হেনস্থা ও হয়রানির শিকার হয়েছেন। নোবেল বিজয়ী ইউনূসের নেতৃত্বে মুক্ত বাংলাদেশকে এমনই মনে হচ্ছে - একটি বিশ্বব্যাপী লজ্জা।"

২০ সেকেন্ডের ক্লিপটিতে রাজধানী ঢাকার একটি সড়কে কিছু লোককে রিক্সায় উপবিষ্ট এক নারীকে তাড়া করতে দেখা যায়।

Image
২০২৪ সালের ১৮ অক্টোবর নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

অনুরূপ অসত্য পোস্টে ভিডিওটি ফেসবুকে এখানে এবং এক্স হ্যান্ডেলে এখানে ছড়ানো হয়েছে।

হিজাব না পরার কারণে চলচ্চিত্র নির্মাতা এবং সাংবাদিকসহ নানা পেশার নারীদের লাঞ্ছনার বেশ কিছু ঘটনা নিয়ে বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনের পর পোস্টগুলো ছড়াতে শুরু করে (আর্কাইভ লিংক এখানে এখানে)।

শান্তিতে নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পরের মাসগুলোতে এইসব গঠনাগুলো প্রকাশ হতে শুরু করে।

এর আগে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন কয়েক সপ্তাহের বিক্ষোভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয় এবং তিনি হেলিকপ্টার যোগে প্রতিবেশি ভারতে পালিয়ে যান (আর্কাইভ লিংক)।

পরবর্তীতে তার দল আওয়ামী লীগের কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় এবং সহিংসতার ভয়ে দলের অনেক সদস্য আত্মগোপনে চলে যায়।

তবে ভিডিওটি বাংলাদেশে আমেরিকান নারী লাঞ্ছিত হওয়ার নয়।

জন্মদিন উদযাপনের পর হইচই

গুগলে রিভার্স ইমেজ এবং কীওয়ার্ড সার্চে ভিডিওটি ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান টাইমস নাউ এর ভেরিফাইড পেইজে পাওয়া যায়, যা ২০২৪ সালের ১ অক্টোবর প্রকাশিত হয়েছিল (আর্কাইভ এখানে)।

ক্যাপশনে বলা হয়, "বাংলাদেশে শেখ হাসিনার জন্মদিন পালন করার কারণে তার সমর্থক অভিনেত্রী মিষ্টি সুবাসকে লাঞ্ছিত করা হয়েছে।"

২৮ সেপ্টেম্বর শেখ হাসিনা ৭৭ বছরে পা দেন। তবে অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশের একটি আদালত নির্বাসিত সাবেক এই নেতাকে গ্রেফতারের বিষয় ওয়ারেন্ট জারি করে।

নিচে অসত্য পোস্টের ভিডিও (বামে) এবং টাইমস নাউ প্রকাশিত ক্লিপের (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
অসত্য পোস্টের ভিডিও (বামে) এবং টাইমস নাউ প্রকাশিত ক্লিপের (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

ভিডিওটির একটি দীর্ঘ ভার্সন বাংলাদেশী সংবাদ মাধ্যম প্রতিদিনের বাংলাদেশের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২৯ সেপ্টেম্বর ২০২৪ প্রকাশিত হয়েছে (আর্কাইভ লিংক)।

ভিডিওটিতে সুবাসকে বলতে শুনা যায়, "শুভ শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন।"

পরক্ষণেই উপস্থিত দর্শকদের বলতে শুনা যায়, "স্বৈরাচারের জন্মদিন, শেখ হাসিনার জন্মদিন। শেখ হাসিনা খুনি"।

নিচে অসত্য পোস্টের ভিডিও (বামে) এং ইউটিউব ভিডিও (ডানে) থেকে সুবাসের তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
(Eyamin SAJID)

ঘটনাটি নিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রতিবেদন হয়েছে এখানে, এখানে এখানে (আর্কাইভ লিংক এখানে, এখানে এখানে)।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ