এটি পার্বত্য চট্টগ্রাম নয়, ভারতে বিক্ষোভকারীদের দ্বারা সেনাদের গাড়ি আটকে দেয়ার ভিডিও
- প্রকাশিত 20 অক্টোবর 2024, 15:38
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
২৪ সেপ্টেম্বর ২০২৪ একটি ফেসবুক পোস্টে বলা হয়, "ঠিক কাজটাই করতেছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু এদের সাহস দেখে আমি অবাক ভেবেছিলাম সরবে না। পরে দেখতেছি চালানোর আগে পালিয়ে যাচ্ছে।"
৬০০০০০০ বারের বেশি ভিউ হওয়া পোস্টের প্রায় দুই মিনিট দীর্ঘ ভিডিওটিতে নারীদেরকে রাস্তায় শুয়ে সেনাবাহিনীর একটি গাড়িবহরকে অবরোধ করতে দেখা যায়।
২০ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উপজাতি গোষ্ঠী এবং বাংলাভাষী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর ভিডিওটি অনলাইনে ছড়ানো হয়।
প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে জাতিগত সহিংসতার সময় একটি উপজাতি গ্রুপ কর্তৃক সেনাবাহিনীর একজন সদস্য গুলিবিদ্ধ হওয়ার পর সেনা সদস্যরা গুলি চালায়।
কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে, সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন (আর্কাইভ লিংক)।
অনুরূপ অসত্য দাবিতে ভিডিওটি ফেসবুকে এখানে ও এখানে ছড়ানো হয়েছে।
তবে ভিডিওটি সম্প্রতিক বাংলাদেশের পূর্বাঞ্চলের সহিংসতার আগের।
ভারতীয় সেনাবাহিনীর গাড়িবহর
ভিডিওটির কীফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় যে, ফুটেজটি বাংলাদেশের সহিংসতার পাঁচ মাস আগে মনিপুর ভিত্তিক টেলিভিশন "আইএসটিভি নিউজ"-র জলছাপসহ ২০২৪ সালের ৩০ এপ্রিল এক্স একাউন্টে প্রকাশিত হয়েছিল।
"আইএসটিভি নিউজ" লিখে অনুসন্ধান করলে আইএসটিভি নিউজের ওয়েবসাইটের সাথে যুক্ত আইএসটিভি লাইভের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ৬:৩৪ মিনিট থেকে ৭:৫৭ মিনিটের ফুটেজের সাথে অসত্য পোস্টের ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
কীওয়ার্ড সার্চে ১১ জন অস্ত্রধারীকে আটকের প্রতিবাদে ৩০ এপ্রিল একদল মেইতি নারী ভারতের মনিপুর রাজ্যে সেনাবাহিনীর গাড়িবহর অবরোধ করার বিষয়ে ১ মে ২০২৪ তারিখে ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
২০২৩ সালের মে মাসে মনিপুরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেতি জাতিগোষ্ঠী এবং রাজ্যের প্রধান খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত ছড়িয়ে পড়ে। সংঘাতে অন্তত ২০০ লোক নিহত হয়েছেন।
নিচে অসত্য পোস্টের ভিডিও (বামে) এবং আইএসটিভি নিউজের ভিডিওটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
এছাড়া, অসত্য পোস্টের ১:৩৫ মিনিটের ফুটেজে সামরিক গাড়িতে একটি লোগো দেখা যায়। মনিপুরে দায়িত্বরত সেনাবাহিনীর একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, লোগোটি ভারতীয় সেনাবাহিনীর ৫৭তম মাউন্টেইন ডিভিশনের।
ওই কর্মকর্তা মনিপুরে সেনাবাহিনী আয়োজিত একটি অনুষ্ঠান বিষয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান এএনআই'র একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করেছেন, যেখানে একই লোগো একটি ব্যানারে দেখা যায় (আর্কাইভ লিংক)।
নিচে অসত্য পোস্টের ভিডিওটিতে দৃশ্যমান সেনাবাহিনীর লোগো (বামে) এবং এএনআই নিউজের প্রতিবেদনে অনুরূপ লোগোর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
মনিপুর রাজ্যের সহিংসতা নিয়ে এএফপি এর আগেও একাধিক দাবি খণ্ডন করে প্রতিবেদন করেছে এখানে ও এখানে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ