আলজেরিয়ার ফুটবল ভক্তদের আতশবাজির ফুটেজ, ইসরায়েলে ক্ষেপনাস্ত্র হামলার নয়

২০২৪ সালের ১ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে ইরানের ব্যাপক ক্ষেপনাস্ত্র হামলার পর বিভিন্ন পোস্টে কয়েক হাজারবার ভিউ হওয়া আলজেরিয়ায় আতশবাজি ফুটানোর ফুটেজকে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে হামলার বলে দাবি করা হয়েছে। তবে ক্ষেপনাস্ত্র হামলার কয়েক মাস আগে আপলোড করা প্রকৃত ফুটেজে আলজেরিয়ার ভক্তদের এমসি আলজার ফুটবল ক্লাবের বার্ষিকী উদযাপন করতে দেখা যায়।

২ অক্টোবর ২০২৪ ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে বলা হয়, "ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় আগুনের লেলিহানে লালে লাল হয়ে যায় তেলাবিবের আকাশ।"

ভিডিওটির মধ্যে জুড়ে দেয়া হিব্রু ভাষায় বলা হয় ১ অক্টোবর ইসরায়েলের উপর ইরানের হামলা।

মহাসড়কে একটি গাড়ির ভিতর থেকে আংশিকভাবে ধারণ করা ফুটেজটিতে লাল শিখাময় রাতের আকাশ দেখা যায়। এরপর একটি চওড়া শটে মহাসড়কের পাশের জলাশয়ে একটি বড় নৌকাকে নোঙ্গরত অবস্থায় দেখা যায়। একই দৃশ্য মিরর পারস্পেক্টিভ পুনরায় দেখা যায়।

Image
অসত্য পোস্টের স্ক্রিনশট

ইরান সমর্থিত একাধিক মিলিট্যান্ট নেতাকে হত্যার জবাবে ইসরায়েলের ওপর ইরান ১ অক্টোবর ক্ষেপনাস্ত্র হামলার পর অসত্য পোস্টটি ছড়াতে শুরু করে (আর্কাইভ লিংক)।

ইরান সমর্থিত হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে নজিরবিহীন হামলা চালালে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হয়।

ইসরায়েলি কর্মকর্তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এএফপির তৈরি করা তালিকা অনুযায়ী, বন্দিদশায় হত্যাসহ ওই হামলায় ১,২০৬ জনের মৃত্যু হয়। যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

হামাস পরিচালিত ওই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক আক্রমণে অন্তত ৪২,৪৩৮ মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগ  বেসামরিক নাগরিক।

মিলিট্যান্টদের তুলে নেয়া ২৫১ জিম্মীর মধ্যে এখনো ৯৭জন গাজায় বন্দী এবং ৩৩ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

ভিডিওটি একই ধরনের অসত্য দাবিতে ফেসবুকে এখানে এখানে ছড়ানো হয়েছে।

তবে ভিডিওটি আলজেরিয়ার রাজধানী আলজারে ফুটবল ক্লাব এমসি আলজারের ভক্তদের একটি উদযাপনের সময় ধারণ করা হয়েছিল।

উদযাপনের আতশবাজি

রিভার্স ইমেজ সার্চে ভিডিওটির প্রথম অংশ পাওয়া গেছে, যা ২০২৩ সালের ৮ আগস্ট টিকটকে একটি ক্লাবের সাথে সম্পর্কিত "mouloudia_1921" এবং "MouloudiaAlger" হ্যাশট্যাগসহ অক্টোবরে ইসরায়েলে ইরানের হামলার এক বছর আগে আপলোড করা হয়েছে (আর্কাইভ লিংক)।

Image
অসত্য পোস্টের (বামে) এবং টিকটক ভিডিওটির (ডানে) মধ্যে তুলনামূলক স্ক্রিনশট

ভিডিওটির দ্বিতীয় অংশ ইরানের সম্প্রতিক হামলার আগে ২০২৪ সালে ২৪ আগস্ট আলজেরিয়া ভিত্তিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। এতে বলা হয় যে ক্লাবটির ১০৩তম বার্ষিকী উপলক্ষে আতশবাজির (আর্কাইভ লিংক)।

পোস্টের বিবরনীতে বলা হয়, "শত বছরের অধিক বয়স্ক ক্লাবের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য উদযাপনে একটি চকচকে আতশবাজিতে আলোকিত রাতের আকাশ। মনোরম, রংয়ে প্রাণবন্ত এবং বিস্ফোরণের শব্দের ঐক্যতানে উৎসবমূখর পরিবেশ দেখতে ভক্তদের ভিড়।"

নিচে অসত্য পোস্টের (বামে) এবং ইউটিউবের প্রকৃত ভিডিওটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয় হল:

Image
অসত্য পোস্টের (বামে) এবং ইউটিউবের প্রকৃত ভিডিওটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে নিজের অফিসিয়াল ফেসবুজ পেইজে গত ৮ আগস্ট একটি ফুটেজ আপলোড করে ক্লাবটি, যেখানে একই দৃশ্য দেখা যায় (আর্কাইভ লিংক)।

কীওয়ার্ড সার্চে আলজেরিয়ার ক্লাবটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে একই ফুটেজ এখানে এখানে পাওয়া গেছে (আর্কাইভ লিংক এখানে এখানে)।

অসত্য পোস্টের ফুটেজটির সাথে রাজধানী আলজিয়ার্সের ফেরি টার্মিনালের কাছের একটি রাস্তার গুগল স্ট্রিট ভিউ ইমেজারির মিল খুঁজে পাওয়া যায় (আর্কাইভ লিংক)।

ক্লাবটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঘিরে ছড়ানো অসত্য দাবি খণ্ডন করে এএফপি আগেও অন্য একটি প্রতিবদন করেছে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ