
আলজেরিয়া ও ইন্দোনেশিয়ার ফুটেজকে অসত্যভাবে মধ্যপ্রাচ্যের সংঘাতের সাথে সম্পৃক্ত করে প্রচার
- প্রকাশিত 7 অক্টোবর 2024, 15:07
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে ক্যাপশনে বলা হয়, "হিজবুল্লাহর বরকতে আমরা একটি Isra-Hell দেখতে পারলাম।"
যানবাহনের ওপরে আকাশ আলোকিত করা আতশবাজি দেখার জন্য মানুষ জড়ো হচ্ছে এমন ফুটেজ দিয়ে ভিডিওটি শুরু হয়। এরপর ব্যাকগ্রাউন্ডে চিৎকারের শব্দসহ একটি বিশাল উন্মুক্ত এলাকায় অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা যায়।
অনুরূপ অসত্য দাবিতে ভিডিওটি ফেসবুকে এখানে ও এখানে এবং ইনস্টাগ্রামে ইংরেজিতে এখানে ছড়ানো হয়েছে।
উভয় পক্ষকে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসার জন্য সমন্বিত আন্তর্জাতিক আহ্বানের সত্ত্বেও ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আন্তঃদেশীয় হামলার হুমকি বৃদ্ধি মধ্যে ভিডিওটি অনলাইনে ছড়ানো হয়েছে (আর্কাইভ লিংক)।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামাসের হামলার মাধ্যমে গাজা উপত্যকায় শুরু হওয়া যুদ্ধর পর থেকে ইসরায়েলের সাথে প্রায় প্রতিদিনই অন্তঃদেশীয় গুলি বিনিময় করে আসছে হিজবুল্লাহ।
ইসরায়েলি কর্মকর্তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এএফপির তৈরি করা তালিকা অনুযায়ী, বন্দিদশায় হত্যাসহ নজিরবিহীন ওই হামলায় ১,২০৫ জনের মৃত্যু হয়। যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
মিলিট্যান্টদের তুলে নেয়া ২৫১ জিম্মীর মধ্যে এখনো ৯৭জন গাজায় বন্দী এবং ৩৩ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
হামাস পরিচালিত ওই ভূ-খণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক আক্রমণে অন্তত ৪১,৭৮৮ মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক।
তবে ক্লিপটি ইসরায়েল-হামাস যুদ্ধের সাথে সম্পৃক্ত নয়।
আলজেরিয়ায় আতশবাজি
পোস্ট থেকে নেয়া কীফ্রেম দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চে ৯ আগস্ট ২০২৪ এ ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
ক্লিপটির ক্যাপশনে বলা হয়, '১০৩তম বার্ষিকী উপলক্ষ্যে মৌলুদিয়া ডি'আলজারের ভক্তদের উদযাপন।"
নিচে অসত্য পোস্টের উল্টানো ফুটেজ (বামে) এবং ইউটিউব ভিডিও (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

আলজেরিয়ার ফুটবল টিম মৌলুদিয়া ক্লাব ডি'আলজার ২০২৪ সালের আগস্টে তার ১০৩তম বার্ষিকী উদযাপন করেছে।
ক্লিপটির দুই সেকেন্ড চিহ্নিত দৃশ্যে একদল পুরুষকে জি.আই.পি এক্রোনোমি লিখা জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়, যার সাথে আলজেরিয়ার পুলিশের ইউনিফর্মের মিল রয়েছে (আর্কাইভ লিংক)।

রাজধানী আলজিয়ার্সে গ্রেট মসজিদের কাছের গুগল স্ট্রিট ভিউ ইমেজারির সাথে ফুটেজের মিল খুঁজে পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
৮ আগস্ট মৌলুদিয়া ক্লাব ডি'আলজারের অফিসিয়াল ফেসবুক পেজেও দিবসটি উপলক্ষ্যে আলজিয়ার্সে আতশবাজির ফুটেজটি প্রকাশ করা হয়েছে (আর্কাইভ লিংক)।
ইন্দোনেশিয়ার মার্কেটে অগ্নিকাণ্ড
অপর একটি ইমেজ সার্চে ২২ আগস্ট ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম 'কাবার কুটিম' এর ইনস্টাগ্রাম একাউন্টে অন্য ভিডিওটি পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "বেনুয়া বারু গ্রামের সাংকুলিরং মার্কেট লোকেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ০৮/২২//২০২৪ বৃহস্পতিবার সকালের প্রথম প্রহরে দুর্ঘটনাটি ঘটে।"
অন্য সংবাদ প্রতিবেদনেও ২২ আগস্ট বোর্নিও দ্বীপে ইন্দোনেশিয়ার পূর্ব কালিমান্তান প্রদেশের সাংকুলিরাং মার্কেটে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে (আর্কাইভ লিংক)।
নিচে অসত্য পোস্টে ব্যবহৃত পোস্টের উল্টানো (বামে) এবং ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়ে একাধিক দাবি খণ্ডন করে এএফপির প্রকাশিত প্রতিবেদন পড়ুন এখানে ও এখানে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ