
এটি পূর্ব তিমুরে পোপ ফ্রান্সিসের সফরের ভিডিও, মুসলমানদের মুম্বাইমুখী মার্চের নয়
- প্রকাশিত 9 অক্টোবর 2024, 14:00
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ একটি ফেসবুক পোস্টে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে বলা হয়, "লংমার্চ টু মুম্বাই।"
আপলোডের পর ২২৭,০০০ বারের বেশি ভিউ হওয়া পোস্টটির ক্যাপশনে আরো বলা হয়, "এক হিন্দু পুরোহিত ইসলাম ও রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে। ঈমানের দাবিতে ইমতিয়াজ জলীল নামক এক আশেকে রাসূলের নেতৃত্বে লক্ষ লক্ষ আশেকে রাসূলের মুম্বাইমুখী মার্চ করে।"

মুসলিম ধর্মের প্রচারক নবী মুহাম্মদকে নিয়ে কটুক্তির দায়ে হিন্দু ধর্মযাজক রামগিরি মহারাজ ও ভারতের ক্ষমতাসীন দল হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজনীতিক নীতেশ রানের গ্রেফতারের দাবিতে ২৩ সেপ্টেম্বর মুম্বাইমুখী শত শত গাড়ির একটি বহরকে নেতৃত্ব দেন দেশটির সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল (আর্কাইভ লিংক)।
নবী মুহাম্মদ এবং তার স্ত্রীকে নিয়ে উষ্কানীমূলক বক্তব্য দেয়া ধর্মযাজকের পক্ষ নিয়ে রানে মুসলমানদের হত্যার হুমকি দেন।
তবে মুসলীম বিক্ষোভকারীদের মুম্বাই শহরে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে তারা সরকারের প্রতিনিধিদের কাছে নিজেদের দাবির বিষয়ে চিঠি দিয়ে ফিরে যান।
পোস্টের ক্লিপটিতে একটি রাস্তায় অসংখ্য মানুষ এবং যানবাহনের দীর্ঘ ভিড়ে ঠাসা মিছিল দেখা যায়।
কিছু ফেসবুক ব্যবহারকারীকে ভিডিওটিকে মুম্বাইমুখী মুসলমানদের ভিডিও বলে বিশ্বাস করতে দেখা যায়।
একজন ফেসবুক ব্যবহারকারী লিখেন, "রাসুল সাঃ কে নিয়ে কটুক্তি করায়, বাংলাদেশ থেকেও প্রতিবাদের আওয়াজ তোলা হোক।"
অপর একজন লিখেন, "আমরা কখনো তাদের ধর্ম গুরুকে নিয়ে কটুক্তি করি না। কারণ আমরা মুসলিম। আমাদের ধর্ম অন্য ধর্মকে কটুক্তি করার শিক্ষা দেয় না।"
একই দাবিতে ভিডিওটি ফেসবুকে এখানে ও এখানে ছড়ানো হয়েছে।
তবে ভিডিওটি মুম্বাইমুখী ভারতীয় মুসলমানদের বিক্ষোভের নয়।
পূর্ব তিমুরের ফুটেজ
জনসমাবেশের ফুটেজের কীওয়ার্ড নিয়ে রিভার্স ইমেজ সার্চে ১১ সেপ্টেম্বর ২০২৪-এ একটি টিকটক একাউন্টে পোস্ট করা ভিডিওটির উন্নততর একটি ভার্সন খুঁজে পাওয়া যায়, যা ২,০০০,০০০ বেশি ভিউ হয়েছে (আর্কাইভ লিংক)।
ভিডিওটির হ্যাশট্যাক থেকে বোঝা যায় যে, এটি পোপ ফ্রান্সিসের পূর্ব তিমুর সফরকালে ধারণ করা হয়েছে।
১০ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট দেশটিতে কয়েক লাখ ধর্মবিশ্বাসীর জন্য পোপ এই সমাবেশ উদযাপন করেছেন (আর্কাইভ লিংক)।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে যে, সমাবেশে দেশটির ১,৩০০,০০০ জনসংখ্যার মধ্যে ৬০০,০০০ জন অংশগ্রহণ করেছে। যা জনসংখ্যার অনুপাতে একটি পোপ ইভেন্টে সর্ববৃহৎ অংশগ্রহন।
নিচে অসত্য দাবিতে ছড়ানো পোস্টের (বামে) এবং টিকটক ফুটেজের (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

একটি স্পষ্ট ভিডিওতে সড়কের আলোতে পূর্ব তিমুরের পতাকা এবং পোপের একটি পোস্টার দেখতে পাওয়া যায়।
টিকটক একাউন্টটির ব্যবহারকারী রাজধানী দিলি ভিত্তিক চিত্রগ্রাহক রে মার্কেস এএফপিকে বলেছেন যে, ভিডিওটি কে ধারণ করেছে সেটা তিনি জানেন না। তবে দৃশ্যটি শহরের রাইকোতু জেনারেল সিমেট্রির কাছে ধারণ করা হয়েছে।
ওই এলাকার গুগল স্ট্রিট ভিউ ইমেজারির সাথে ফুটেজটি তুলনা করে তার অবস্থান নিশ্চিত করেছে এএফপি (আর্কাইভ লিংক)।
নিচে টিকটক ভিডিওটি থেকে একটি বাড়ি, রাস্তা এবং একটি গাছ (বামে) এবং গুগল স্ট্রিট ভিউর (ডানে) ইমেজে এসব বস্তুকে হাইলাইট করে একটি তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

স্থানীয় গণমাধ্যম টিভিইটি এন্টারটেইনমেন্ট এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার ভিডিওতে সমাবেশ শেষে হেটে যাওয়া জনস্রোতের একই দৃশ্য দেখা যায় (আর্কাইভ লিংক)।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ