নিউইয়র্কে বাংলাদেশি পতাকা উড়ানোর ছবি, পাকিস্তানে বিক্ষোভের সময়কার নয়

ব্রুকলিন ব্রিজে বিক্ষোভকারী বাংলাদেশী পতাকা প্রদর্শন করছেন এমন একটি ছবি সামাজিক মাধ্যমের পোস্টে শেয়ার করে সেটিকে পাকিস্তানের সম্প্রতিক বিক্ষোভের সময় বাংলাদেশের পতাকা উড়ানোর ঘটনা বলে অসত্যভাবে দাবি করা হয়েছে। প্রকৃতপক্ষে পতাকাটি উড়ানো হয়েছে ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্ক শহরে ফিলিস্তিনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশে।

গত ১৫ আগস্ট ২০২৪ একটি ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশনে বলা হয়, "পাকিস্তানের আকাশে আজ আমাদের লাল সবুজ পতাকা উড়ছে।"

Image

১,৬০০ বারের বেশি রিয়েকশন পাওয়া পোস্টটিতে আরো বলা হয়, "তাঁরা আমাদের থেকে প্রেরণা পেয়েছে, আমাদের দেখে মানসিক শক্তি পেয়েছে। আমরা তাদের বিজয় কামনা করছি।"

পোস্টের সাথে যুক্ত একটি ছবিতে একটি স্টিলের অবকাঠামোর উপর কয়েকজন যুবককে বাংলাদেশ, পাকিস্তান এবং ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করতে দেখা যায়।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী গোয়াদরে আগস্ট মাসের শুরু থেকে সহিংস বিক্ষোভের সময় পোস্টটি অনলাইনে ছড়ানো হয় (আকাইভ লিংক)।

এসময় নিজেদের প্রাকৃতিক সম্পদের ওপর অন্যায্য শোষণের অভিযোগ তুলে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করে বেলুচিস্তান প্রদেশের সংখ্যাগরিষ্ঠ বেলুচ জাতিগোষ্ঠী।

একই দাবিতে ছবিটি ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়েছে।

তবে ছবিটি যুক্তরাষ্ট্রে তোলা, পাকিস্তানে নয়।

ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী

গুগলে রিভার্স ইমেজ এবং কিওয়ার্ড সার্চে ২০২৩ সালের ২৯ অক্টোবর এলএলএস এনওয়াইসি-এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশিত একই ফুটেজ পাওয়া গেছে (আর্কাইভ লিংক)।

ভিডিওটির শিরোনামে বলা হয়, "২০২৩ সালের ২৮ অক্টোবর নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজ বন্ধ করে দিয়েছে ফিলিস্তিনের বিক্ষোভকারীরা"। ভিডিওটির ৩মিনিট ৫৩ সেকেন্ডে একই মুখোশধারী ব্যক্তিদের পাকিস্তান, বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায়।

গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণের নিন্দা জানিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ (আর্কাইভ লিংক এখানে এখানে)।

নিচে অসত্য পোস্টে ব্যবহৃত ছবিটির (বামে) এবং ইউটিউব ভিডিও (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
অসত্য পোস্টে ব্যবহৃত ছবিটির (বামে) এবং ইউটিউব ভিডিও (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় বোমা হামলার প্রতিবাদে ইসরায়েলের প্রতি নিজেদের ক্ষোভ জানাতে ২০২৩ সালের ২৯ অক্টোবর ইউইয়র্কের সবচেয়ে বড় ডিস্ট্রিক্টের রাস্তায় নেয়ে আসে হাজার হাজার ফিলিস্থিনপন্থী বিক্ষোভকারী (আর্কাইভ লিংক)।

৭ অক্টোবর ২০২৩ ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামাসের আক্রমণের মাধ্যমে গাজা যুদ্ধের শুরু হয়। ইসরায়েলের অফিসিয়াল তথ্যের উপর ভিত্তি করে এএফপির করা তালিকা অনুযায়ী, ওই হামলায়  ১,১৯৮ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

হামাস মিলিট্যান্টরা আরো ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়, যাদের মধ্যে ১১১জন এখনো বন্ধী এবং ৩৯জন মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক হামলায় অন্তত ৩৯,৮৯৭ জন লোক নিহত হয়েছেন। তবে নিহত বেসামরিক নাগরিক এবং মিলিট্যান্টদের বিস্তারিত তথ্য দেয়নি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গুগল ম্যাপে ব্রুকলিন ব্রিজের ইমেজারির সাথে অসত্যভাবে ছড়ানো ছবিটির বিভিন্ন ইলিমেন্টসের মিল দেখা যায় (আর্কাইভ লিংক)।

নিচে অসত্যভাবে ছড়ানো ছবি (বামে) এবং ব্রিজের গুগল ম্যাপের ইমেজারির (ডানে) সাথে অবিকল মিলে যাওয়া উপাদানগুলো হাইলাইট করে একটি তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
অসত্যভাবে ছড়ানো ছবি (বামে) এবং ব্রিজের গুগল ম্যাপের ইমেজারির (ডানে) সাথে অভিকল ইলিমেন্টসগুলো হাইলাইট করে একটি তুলনামূলক স্ক্রিনশট

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ