ছবিটি ২০২০ সালের ঘূর্ণিঝড় আঘাত হানার পরের, সম্প্রতিক বন্যার নয়
- প্রকাশিত 15 সেপ্টেম্বর 2024, 14:34
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৩ আগস্ট ২০২৪ একটি ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে বলা হয়, "মালিক একজন তিনি হলেন মহান আল্লাহ তায়ালা। হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন , আপনি এই বিপদ থেকে আমাদের দেশকে রক্ষা করেন"।
পোস্টটিতে ২০,০০০বারের বেশি লাইক পড়েছে এবং ৬৮৭ বারের বেশি শেয়ার হয়েছে।
বাংলাদেশের নিম্নাঞ্চলে প্রবল বন্যায় অন্তত ৪০ জনের মৃত্যু এবং ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে জরুরী আশ্রয় কেন্দ্রে অবস্থানকালীন সময়ে বুক-পর্যন্ত পানিতে দাঁড়িয়ে মুসলিমদের প্রার্থনার ছবিটি সামাজিক মাধ্যমে ছড়ানো হয় (আর্কাইভ এখানে ও এখানে)।
কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতায় গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যাওয়ার ঘটনার পর দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ভয়াবহ এই বন্যার ঘটনা ঘটে।
একই ছবি অনুরূপ দাবিতে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়েছে।
তবে ছবিটি পুরাতন এবং ২০২৪ সালের আগস্টের বন্যার সাথে ছবিটির কোন সম্পর্ক নেই।
২০২০ সালের ছবি
গুগলে রিভার্স ইমেজ সার্চে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এ্যাওয়ার্ডের ওয়েবসাইটে একই ছবি পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
সরোয়ার হুসাইন নামের ফটোগ্রাফারের ক্রেডিটে ছবিটির শিরোনামে বলা হয় 'করুণার জন্য প্রার্থনা'। ছবিটির নিচের বিবরণে বলা হয় যে এটি বাংলাদেশের সাতক্ষীরা থেকে তোলা হয়েছে।
নিচে অসত্য পোস্টে ব্যবহৃত ছবির (বামে) এবং ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এ্যাওয়ার্ডের ওয়েবসাইটে একই ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
কীওয়ার্ড সার্চে ২০২২ সালের ২৯ মার্চ হুসাইনের ইনস্টাগ্রাম পোস্টে একই ছবি পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
পোস্টের ক্যাপশনে বলা হয়, "@wwphc-2022 এর বিজয়ী তালিকায় আমার কাজ দেখা আনন্দের। এটি আমার 'টিয়ার্স অব গ্লোবাল ওয়ামিং' নামের দীর্ঘ মেয়াদী প্রজেক্টের একমাত্র ছবি"।
ছবিটি বিশ্ব পানি দিবসের ফটো প্রতিযোগিতার (ডব্লিউডব্লিউডিপিএইচসি) ২০২২ সালের পর্বে দ্বিতীয় অবস্থান লাভ করে (আর্কাইভ লিংক)।
বাংলাদেশ ভিত্তিক ডকুমেন্টারি ফটোগ্রাফার হুসাইন এএফপিকে জানান, নিজের ছবি ভিন্ন প্রসঙ্গে ব্যবহার হতে দেখে তিনি 'খুবই হতাশ'।
গত ২৮ আগস্ট ২০২৪ তিনি বলেন, "ছবিটি ২০২০ সালে সুপার সাইক্লোন আম্পানের সময় বাংলাদেশের সাতক্ষীরা থেকে তোলা হয়েছিল"।
"এই এলাকার আশে পাশে দৈনিক নামাজ আদায়ের জন্য কোন শুকনা জায়গা ছিলনা। ফলে হাটু এবং বুক পর্যন্ত পানিতে দাঁড়িয়ে লোকজন জুম্মার নামাজ আদায় করেছে।"
২০২০ সালে মে মাসে ঘূর্ণিঝড় আম্পান দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলকে বিধ্বস্ত করেছে। এতে ১০০ জনের বেশি মানুষ নিহত হন (আর্কাইভ লিংক)।
বাংলাদেশের অস্থিতিশীলতাকে ঘিরে ছড়ানো অন্যান্য অসত্য দাবি খণ্ডন করে এএফপির প্রতিবেদন দেখুন এখানে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ