ছবিটি ২০২০ সালের ঘূর্ণিঝড় আঘাত হানার পরের, সম্প্রতিক বন্যার নয়

২০২০ সালের মে মাসে বুক পর্যন্ত পানিতে দাঁড়িয়ে মুসলমানদের প্রার্থনার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্টে পুনরায় ছড়িয়ে সেটিকে ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া বন্যাার ছবি বলে অসত্যভাবে দাবি করা হয়েছে। ছবিটি যেই ফটোগ্রাফার তুলেছিলেন, তিনি এএফপিকে জানিয়েছেন যে, এটি ২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও প্রতিবেশী ভারতে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানা কারণে সৃষ্ট বন্যার সময় একটি মসজিদে প্রার্থনারত মানুষের ছবি। ঘূর্ণিঝড়ে ১০০ নিহত হন এবং দুই দেশে কয়েক মিলিয়ন লোক আক্রন্ত হন।

গত ২৩ আগস্ট ২০২৪ একটি ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে বলা হয়, "মালিক একজন তিনি হলেন মহান আল্লাহ তায়ালা। হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন , আপনি এই বিপদ থেকে আমাদের দেশকে রক্ষা করেন"।

Image
গত ১০ সেপ্টেম্বর ২০২৪ এ নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

পোস্টটিতে ২০,০০০বারের বেশি লাইক পড়েছে এবং ৬৮৭ বারের বেশি শেয়ার হয়েছে।

বাংলাদেশের নিম্নাঞ্চলে প্রবল বন্যায় অন্তত ৪০ জনের মৃত্যু এবং ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে জরুরী আশ্রয় কেন্দ্রে অবস্থানকালীন সময়ে বুক-পর্যন্ত পানিতে দাঁড়িয়ে মুসলিমদের প্রার্থনার ছবিটি সামাজিক মাধ্যমে ছড়ানো হয় (আর্কাইভ এখানে এখানে)।

কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতায় গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যাওয়ার ঘটনার পর দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ভয়াবহ এই বন্যার ঘটনা ঘটে।

একই ছবি অনুরূপ দাবিতে ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়েছে।

তবে ছবিটি পুরাতন এবং ২০২৪ সালের আগস্টের বন্যার সাথে ছবিটির কোন সম্পর্ক নেই।

২০২০ সালের ছবি

গুগলে রিভার্স ইমেজ সার্চে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এ্যাওয়ার্ডের ওয়েবসাইটে একই ছবি পাওয়া যায় (আর্কাইভ লিংক)।

সরোয়ার হুসাইন নামের ফটোগ্রাফারের ক্রেডিটে ছবিটির শিরোনামে বলা হয় 'করুণার জন্য প্রার্থনা'। ছবিটির নিচের বিবরণে বলা হয় যে এটি বাংলাদেশের সাতক্ষীরা থেকে তোলা হয়েছে।

নিচে অসত্য পোস্টে ব্যবহৃত ছবির (বামে) এবং ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এ্যাওয়ার্ডের ওয়েবসাইটে একই ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
অসত্য পোস্টে ব্যবহৃত ছবির (বামে) এবং ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এ্যাওয়ার্ডের ওয়েবসাইটে একই ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

কীওয়ার্ড সার্চে ২০২২ সালের ২৯ মার্চ হুসাইনের ইনস্টাগ্রাম পোস্টে একই ছবি পাওয়া যায় (আর্কাইভ লিংক)।

পোস্টের ক্যাপশনে বলা হয়, "@wwphc-2022 এর বিজয়ী তালিকায় আমার কাজ দেখা আনন্দের। এটি আমার  'টিয়ার্স অব গ্লোবাল ওয়ামিং' নামের দীর্ঘ মেয়াদী প্রজেক্টের একমাত্র ছবি"।

ছবিটি বিশ্ব পানি দিবসের ফটো প্রতিযোগিতার (ডব্লিউডব্লিউডিপিএইচসি) ২০২২ সালের পর্বে দ্বিতীয় অবস্থান লাভ করে (আর্কাইভ লিংক)।

বাংলাদেশ ভিত্তিক ডকুমেন্টারি ফটোগ্রাফার হুসাইন এএফপিকে জানান, নিজের ছবি ভিন্ন প্রসঙ্গে ব্যবহার হতে দেখে তিনি 'খুবই হতাশ'।

গত ২৮ আগস্ট ২০২৪ তিনি বলেন, "ছবিটি ২০২০ সালে সুপার সাইক্লোন আম্পানের সময় বাংলাদেশের সাতক্ষীরা থেকে তোলা হয়েছিল"।

"এই এলাকার আশে পাশে দৈনিক নামাজ আদায়ের জন্য কোন শুকনা জায়গা ছিলনা। ফলে হাটু এবং বুক পর্যন্ত পানিতে দাঁড়িয়ে লোকজন জুম্মার নামাজ আদায় করেছে।"

২০২০ সালে মে মাসে ঘূর্ণিঝড় আম্পান দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলকে বিধ্বস্ত করেছে। এতে ১০০ জনের বেশি মানুষ নিহত হন (আর্কাইভ লিংক)।

বাংলাদেশের অস্থিতিশীলতাকে ঘিরে ছড়ানো অন্যান্য অসত্য দাবি খণ্ডন করে এএফপির প্রতিবেদন দেখুন এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ