নিউইয়র্কে হামলার পুরনো ভিডিওকে অসত্যভাবে বাংলাদেশ পরিস্থিতির সাথে যুক্ত করে প্রচার

নিউইয়র্কে এক সাংবাদিকের ওপর মুখোশ পরা ব্যক্তিদের আক্রমণের পুরনো ভিডিওকে সামাজিক মাধ্যমে পুনরায় ছড়িয়ে সেটিকে ২০২৪ এর আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা মারাত্মক অস্থিতিশীল পরিস্থির সাথে অসত্যভাবে সম্পৃক্ত করা হয়েছে। যদিও এএফপির একটি তালিকা অনুযায়ী, হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের সমাপ্তি রচনাকারী মাসব্যাপী বিক্ষোভে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আন্দোলন চলাচালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ২৫০ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

গত ৩রা আগস্ট ২০২৪ একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "সময়টিভির সময় ফুরিয়ে আসছে।"

পোস্টটিতে শেয়ার করা ৭ সেকেন্ডের একটি ভিডিওতে মুখোশ পরা কয়েকজন ব্যক্তিকে একজন টেলিভিশন রিপোর্টারকে শারিরীকভাবে আঘাত করতে দেখা যায়।

Image
২৮ আগস্ট নেয়া অসত্য পোস্টের স্ক্রিনশট

গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বধীন মাসব্যাপী আন্দোলনে পুলিশের গুলিতে ৪৫০ জনের বেশি নিহত হয়েছেন।  

রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, বিক্ষোভের সময় ২৫০ সাংবাদিক আহত হয়েছেন। অন্যদিকে এএফপির তালিকা অনুযায়ী, বিক্ষোভ চলাকালীন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন (আর্কাইভ লিংক)।

হাসিনার স্থলাভিষিক্ত নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির সাথে সম্পৃক্ত সহিংস "নৃশংসতা" তদন্ত করার জন্য জাতিসংঘের তদন্তকারীদের আমন্ত্রণ জানিয়েছে।

একই ধরনের অসত্য দাবিতে ভিডিওটি অন্যত্র ফেসবুকে এখানে এখানে ছড়ানো হয়েছে।

নিউইয়র্কের ভিডিও

সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটির নীচের ডান অংশে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল "সময় টিভি" লোগো দৃশ্যমান।

গুগলে কীওয়ার্ড সার্চে সময় টিভির ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২রা জুন একটি সংবাদ প্রতিবেদনের সাথে প্রকাশিত ওই ক্লিপটি পাওয়া যায় (আর্কাইভ লিংক)।

প্রতিবেদনটিতে সময় টিভির প্রতিনিধি হাসানুজ্জামান সাকি ২০২০ সালে নিউইয়র্কে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন কভার করার সময় বেশ কয়েকজন মুখোশধারী ব্যক্তি কীভাবে তাকে লাইভ রিপোর্টিংকালে আক্রমণ করেছিলেন তা নিয়ে আলোচনা করেছেন।

মিনিয়াপোলিসে পুলিশ জর্জ ফ্লয়েড নামে এক নিগ্রো ব্যক্তিকে হত্যার প্রেক্ষিতে আফ্রিকান আমেরিকানদের সাথে আইন প্রয়োগকারী সংস্থার দুর্ব্যবহারের প্রতিবাদে ২০২০ সালের মাঝামাঝি মার্কিন যুক্তরাষ্ট্র বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে।

প্রতিবেদনে তিনি বলেন, "নিউইয়কের টাইমস স্কয়ারে আমি বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করছিলাম। এসময় আমি রাস্তায় অনেক লোক দেখতে পাই। তখন কিছু লোক আমার ওপর হামলা করে।"

নীচে অসত্যভাবে ছড়ানো ভিডিও (বামে) এবং ২০২০ সালের সময় টিভির প্রতিবেদনের (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
অসত্যভাবে ছড়ানো ক্লিপের (বামে) এবং সময় টিভির ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওটির(ডানে) তুলনামূলক স্ক্রিনশট

মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নথিভুক্তকারী সংস্থা দ্য ইউএস প্রেস ফ্রিডম ট্র্যাকার, ২০২০ সালের ১লা জুন ঘটনাটি নিয়ে প্রতিবেদন করেছে (আর্কাইভ লিংক)।

হামলার বিষয়টি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম এখানে এখানে প্রতিবেদন করেছে (আর্কাইভ লিংক এখানে এখানে)।

গুগল ম্যাপে ছড়ানো ভিডিওটিতে দৃশ্যমান "এঞ্জেলিনা" নামের দোকানটির নাম খুঁজে বের করে এএফপি ঘটনাটি ঘটার লোকেশন নিশ্চিত হয়েছে।

নীচে ভিডিওটির লোকেশন (বামে) এবং এর গুগল ম্যাপের স্ট্রিট ভিউর (ডানে) মধ্যে যে সব মিল রয়েছে তা হাইলাইট করে একটি তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ